নোটিশ:

মোঃ রবিউল ইসলাম, ক্যাম্পাস প্রতিনিধি, বেরোবি।
  • আপডেট সময় শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ২৪ বার দেখা হয়েছে

বেরোবিতে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতার সনদ প্রদান

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে (বেরোবি) আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বিজয়ী খেলোয়াড়দের হাতে এই সনদপত্র তুলে দেন।

শারীরিক শিক্ষা বিভাগের উদ্যোগে আয়োজিত শহীদ আবু সাঈদ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট এবং আন্তঃবিভাগ ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল খেলা শেষে এই সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপাচার্য বলেন, “ফুটবল, ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতায় শিক্ষার্থীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ সত্যিই অনুপ্রাণিত করার মতো। একাডেমিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষামূলক কার্যক্রম শিক্ষার্থীদের মানবিক গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায়ও কৃতিত্বের সঙ্গে অংশগ্রহণ করবে।”

শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোঃ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও শারীরিক শিক্ষা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ০৮ ডিসেম্বর ২০২৪ শহীদ আবু সাঈদ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং ১১ ফেব্রুয়ারি, ২০২৫ আন্তঃবিভাগ ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT