যুক্তরাষ্ট্রের ইউএসটিআর-এর সঙ্গে শুল্ক ইস্যুতে সরাসরি আলোচনায় আরও ভালো ফলের ব্যাপারে প্রবল আশাবাদ প্রকাশ করেছেন বাংলাদেশের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ (৮ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে দুটি উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। অর্থ উপদেষ্টা জানান, বাংলাদেশ সময় আগামীকাল ভোরে যুক্তরাষ্ট্রে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের পরই জানা যাবে মার্কিন শুল্ক নিয়ে নতুন কী অগ্রগতি হয়।
ড. সালেহউদ্দিন বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই শুল্ক ইস্যুতে তার প্রধান উপদেষ্টার কাছে একটি চিঠি পাঠিয়েছেন। এই চিঠির অনুলিপি ইতিমধ্যে ১৪টি দেশের কাছে পাঠানো হয়েছে। এর মধ্যে বাংলাদেশও রয়েছে। তবে মূল আলোচনা হবে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর ইউএসটিআর-এর সঙ্গে। বাংলাদেশের প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নিচ্ছে এবং বাণিজ্য সচিবও আজ যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছেন।
ট্রাম্পের ৩৫ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা নিয়ে জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, আমরা বৈঠকে আরও ভালো ফলের আশা করছি। আলোচনা ছাড়া এই ইস্যুর নিষ্পত্তি হবে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের শেষ বৈঠকটি ছিল ইতিবাচক। তাই এবারও আমরা যথাসম্ভব ইতিবাচক অগ্রগতি চাইছি। ভিয়েতনামের প্রসঙ্গ টেনে ড. সালেহউদ্দিন জানান, ভিয়েতনামের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি ১২৫ বিলিয়ন ডলার হলেও তারা ২৬ শতাংশ শুল্ক ছাড় পেয়েছে। অথচ বাংলাদেশের সঙ্গে এই ঘাটতি মাত্র ৫ বিলিয়ন ডলার। সেক্ষেত্রে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছে অনেক বেশি যৌক্তিক দাবিদার।
তিনি বলেন, শুল্ক ছাড়ের বিষয়টি নিয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আলোচনার মাধ্যমেই সুরাহা হবে। এ ধরনের চিঠি আরও ১৪টি দেশে পাঠানো হলেও, আমরা আমাদের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরব। এ ছাড়া এনবিআরের সাম্প্রতিক রাজস্ব আদায় সম্পর্কে অর্থ উপদেষ্টা বলেন, সদ্যসমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব আদায় ছিল মধ্যম মানের। বড় কোনো ঘাটতি হয়নি। এবার সরকার ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা পরিবর্তনের দিকে এগোচ্ছে, যাতে রাজস্ব সংগ্রহ আরও বাড়ানো যায় এবং অপচয় ঠেকানো সম্ভব হয়।
মূল্যস্ফীতি নিয়ে কথা বলতে গিয়ে অর্থ উপদেষ্টা জানান, গত মাসে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি উল্লেখযোগ্যভাবে কমেছে। দেশের বড় চ্যালেঞ্জ ছিল মূল্যস্ফীতি। তবে সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে ইতিবাচক অগ্রগতি দেখা দিয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী মাসগুলোতে মূল্যস্ফীতি আরও কমবে। বিশেষ করে খাদ্য বহির্ভূত পণ্যের ক্ষেত্রেও মূল্যস্ফীতি কমার ধারা বজায় থাকবে।
আজকের বৈঠকে এলএনজি আমদানি, গাইবান্ধায় স্কুল আশ্রয়কেন্দ্র নির্মাণ এবং সার আমদানি নিয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।