প্রতিবন্ধীদের জন্য বাংলা ভাষাভিত্তিক সফটওয়্যার আনছে আইসিটি বিভাগ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
নিষিদ্ধ আওয়ামী কর্মীদের নাশকতা—বিভিন্ন স্থানে আগুন–বিস্ফোরণ ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে ইবি শিক্ষার্থীকে থানায় সোপর্দ ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ও আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন জাবিতে রাত ১০টার পর সব ধরনের অনুষ্ঠান আয়োজন নিষিদ্ধ জাবি ভর্তি আবেদন শুরু ২৩ নভেম্বর, চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত বালিয়াকান্দিতে আই ফাউন্ডেশনের চক্ষু ক্যাম্প, শতাধিক দরিদ্র রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা স্বপ্ন, সংগ্রাম আর সাফল্যের গল্প—কুবির পাঁচ কৃতি শিক্ষার্থীর বিসিএস জয়যাত্রা বিবিসিতে শেখ হাসিনা অস্বীকার করলেন গণঅভ্যুত্থান হত্যা অভিযোগ জুলাই সনদে আইনি সিল, এক ঘোষণায় রাজনৈতিক অচলাবস্থা ভাঙলেন ইউনূস কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী ৪৪তম ও ৪৯তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত, বিশ্ববিদ্যালয়ের গৌরব বৃদ্ধি

প্রতিবন্ধীদের জন্য বাংলা ভাষাভিত্তিক সফটওয়্যার আনছে আইসিটি বিভাগ

তথ্য ও প্রযুক্তি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১৭০ বার দেখা হয়েছে

বাংলাদেশের প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য প্রযুক্তিনির্ভর অন্তর্ভুক্তির দ্বার খুলে দিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। বাক, শ্রবণ ও দৃষ্টি প্রতিবন্ধীদের আধুনিক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলার সুযোগ করে দিতে সরকার আনছে বাংলা ভাষাভিত্তিক একগুচ্ছ নতুন সফটওয়্যার। স্ক্রিন রিডার, ব্রেইল কনভার্টার ও সাইন ল্যাঙ্গুয়েজ ডিজিটাইজেশনভিত্তিক এই সফটওয়্যারগুলো খুব শীঘ্রই সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হবে। এরই মধ্যে বাংলা ইশারা ভাষার একটি ডেটাসেটও প্রকাশ করা হয়েছে।

রাজধানীর আগারগাঁওয়ে মঙ্গলবার “প্রতিবন্ধিতা অতিক্রমণে প্রযুক্তি” শীর্ষক কর্মশালায় এ ঘোষণা দেওয়া হয়। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের বাস্তবায়নে এবং “তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ” প্রকল্পের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় জানানো হয়, বাংলা ভাষায় অ্যাক্সেসিবল প্রযুক্তির গবেষণা ও উন্নয়ন চলছে পুরোদমে।

কর্মশালার প্রধান অতিথি, আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, “প্রযুক্তির মূল শক্তিই হলো সমতা—প্রতিবন্ধিতাকে সীমাবদ্ধতা না ভেবে প্রযুক্তির মাধ্যমে তা অতিক্রম করাই আমাদের লক্ষ্য হওয়া উচিত।” তিনি বলেন, স্ক্রিন রিডার, ব্রেইল কনভার্টার ও সাইন ল্যাঙ্গুয়েজ সফটওয়্যার শুধু অ্যাক্সেস নয়, বরং দক্ষতা ও ক্ষমতায়নের হাতিয়ার হিসেবেও কাজ করবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমপ্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশের ফাউন্ডার ট্রাস্টি মনসুর আহমেদ চৌধুরী, যিনি নিজেই দৃষ্টিশক্তি হারিয়েছেন সাত বছর বয়সে। তিনি বলেন, “ব্রেইল সংস্করণে তথ্য সরবরাহ শুধু একটি অধিকার নয়, এটি বেঁচে থাকার জন্য অপরিহার্য।” তিনি সরকারের এই উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে সফটওয়্যারগুলো দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবি জানান।

প্রকল্প পরিচালক মো. মাহবুব করিম জানান, বাংলা ভাষাভাষী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ সকল প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য প্রযুক্তি সহজতর করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। তিনি বলেন, টেক্সট টু সাইন পাপেট, বাংলা টেক্সট টু ব্রেইল, স্ক্রিন রিডার “আলো”, এবং টিটিএস (টেক্সট টু স্পিচ) ভিত্তিক অডিও বুক তৈরিতে দারুণ অগ্রগতি হয়েছে। একইসঙ্গে বাংলা সাইন ল্যাঙ্গুয়েজ রিকগনিশন সিস্টেম নিয়েও কাজ চলছে।

এদিন একটি বড় মাইলফলক ছুঁয়ে গেছে সরকার—বাংলা ইশারা ভাষার ডেটাসেট উন্মুক্ত করে দিয়েছে https://huggingface.co/datasets/banglagov/Ban-Sign-Sent-9K-V1 এই ঠিকানায়। এটি গবেষক, ডেভেলপার এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সম্পূর্ণ উন্মুক্ত থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত অংশীজন, গবেষক ও শিক্ষাবিদরা নিজেদের অভিজ্ঞতা ও মতামত ভাগ করে নেন, আর দোভাষী হিসেবে ইশারা ভাষায় সমান্তরাল অনুবাদ করেন আরাফাত সুলতানা লতা ও আরিফুল ইসলাম।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT