নোটিশ:

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে চর-ভুরুঙ্গামারী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

জাকারিয়া হোসেন, কুড়িগ্রাম
  • আপডেট সময় রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ২৫ বার দেখা হয়েছে
গ্রেফতারকৃত আরিফ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চর ভূরুঙ্গামারী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ কে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৬ এপ্রিল ) বিকেলে জামতলা মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আরিফ উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর গ্রামের মাহাতাবউদ্দিনের পুত্র।
পুলিশ জানায়, ০৪ আগস্ট ছাত্র জনতার উপর হামলার ঘটনায় রুজু মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামি কে জিজ্ঞাসাবাদ শেষে আজ রবিবার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT