স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা (পিও) তুহিন ফারাবি ও ডা. মাহমুদুল হাসানকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তারা গতকাল মঙ্গলবার হাজির হওয়ার কথা থাকলেও বুধবার (২১ মে) দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত হন।
এদিনই দুদক জিজ্ঞাসাবাদ এ হাজির হন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাময়িক অব্যাহতি পাওয়া যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর।
তিনজনের জিজ্ঞাসাবাদ ইতোমধ্যে শুরু হয়েছে।
তাদের বিরুদ্ধে প্রভাব খাটিয়ে তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্যসহ বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
গত ১৫ মে দুদক থেকে তাদের জিজ্ঞাসাবাদ এর জন্য নোটিশ পাঠানো হয়। তুহিন ফারাবি ও ডা. মাহমুদুল হাসানকে ২০ মে, সালাউদ্দিন তানভীরকে ২১ মে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার এপিএস মোয়াজ্জেম হোসেনকে ২২ মে হাজির হতে বলা হয়।
দুদক সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল উপদেষ্টাদের পিএস ও এপিএসদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তদন্ত শুরুর দাবি জানিয়ে দুদকে আসে যুব অধিকার পরিষদ। ‘মার্চ টু দুদক’ কর্মসূচির অংশ হিসেবে জাতীয় প্রেস ক্লাব থেকে তারা দুদক কার্যালয়ে এসে স্মারকলিপি জমা দেয়।
এছাড়া হাইকোর্টের দুই আইনজীবী—অ্যাডভোকেট নাদিম মাহমুদ ও অ্যাডভোকেট মুহাম্মদ শফিকুল ইসলাম—ও একই ধরনের অভিযোগ দুদকে দাখিল করেন।
জনসচেতনতা বাড়াতে এবং দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান স্পষ্ট করতে এই তদন্তকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। । এ ধরনের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হলে প্রশাসনিক দুর্নীতি রোধে এটি একটি উদাহরণ হয়ে উঠতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।