রাঙামাটি শহরের ভেদভেদী সার্ভার স্টেশন এলাকায় স্থাপিত শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙা শুরু করেছেন ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা ব্যানারে আন্দোলনরত বিক্ষোভকারীরা। শুক্রবার (১৬ মে) বিকেল থেকে তারা নিজ উদ্যোগে ভাস্কর্য অপসারণের কাজ শুরু করেন।
বিক্ষোভকারীদের দাবি, দীর্ঘ ৯ মাস ধরে প্রশাসনের কাছে বারবার অনুরোধ জানানো হলেও ভাস্কর্য অপসারণে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। প্রশাসনের নির্লিপ্ততায় বাধ্য হয়ে তারা নিজেরাই এটি অপসারণে এগিয়ে এসেছেন।
আন্দোলনকারী মো. ইমাম হোসাইন, রাঙামাটি সরকারি কলেজের গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী, বলেন, “সারাদেশে ফ্যাসিবাদের কোনো মূর্তি নেই, অথচ আমাদের রাঙামাটিতে এখনো রয়েছে। প্রশাসন বারবার আশ্বাস দিলেও কিছু করেনি। তাই আজ আমরা ছাত্র-জনতা নিজেরাই এই মূর্তি অপসারণের কাজ শুরু করেছি।”
জাতীয় নাগরিক পার্টির রাঙামাটি জেলার সদস্য ওয়াহিদুজ্জামান রোমান বলেন, “আমরা ৩ ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেছি, কিন্তু প্রশাসনের কোনো সাড়া পাইনি। তাই বাধ্য হয়ে নিজ হাতে এই ভাস্কর্য ভাঙা শুরু করেছি। এর মাধ্যমে রাঙামাটি কলঙ্কমুক্ত হবে।”
এর আগে বৃহস্পতিবার (১৫ মে) রাতে রাঙামাটি প্রেসক্লাবে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে আন্দোলনকারীরা প্রশাসনকে ১২ ঘণ্টার চূড়ান্ত সময়সীমা বেঁধে দেন। ঘোষণা দেওয়া হয়, শুক্রবার জুমার পর বিকেল ৩টা থেকে ‘মার্চ ফর ফ্যাসিবাদী আইকন’ কর্মসূচি শুরু হবে এবং সার্ভার স্টেশনের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি চলবে।
আন্দোলনকারীরা একে কেবল একটি ভাস্কর্যবিরোধী আন্দোলন নয়, বরং স্বৈরতন্ত্র, আধিপত্যবাদ ও দমন-পীড়নের বিরুদ্ধে সম্মিলিত প্রতিবাদ হিসেবে দেখছেন।
এ বিষয়ে এখনো প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।