গতকাল এই সময়ের জনপ্রিয় তরুণ আলেম ও যুক্তিবাদী বক্তা হিসেবে খ্যাত মুফতী রেজাউল করিম আবরার তার ফেসবুক পোস্টে লিখেছেন, “নওগাঁ ৫ (সদর আসন) ইনশাআল্লাহ। Abdul Hi Saifullah হাফি.।” তার এই ফেসবুক পোস্ট থেকে গুঞ্জনের সৃষ্টি হয়েছে যে মাওলানা আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ সত্যি সত্যি আগামীর সংসদ নির্বাচনে দাঁড়াচ্ছেন কিনা। এদিকে বিষয়টি বাস্তব মনে করে তাদের অনেক শুভানুধ্যায়ী কমেন্টে ‘মাশাআল্লাহ’, ‘আলহামদুলিল্লাহ’র ঝড় তুলেছেন। কিন্তু সেই পোস্টের কমেন্ট বক্সে কমেন্ট করেছেন স্বয়ং মাওলানা সাইফুল্লাহ নিজে। তিনি লিখেছেন, “সুবহানাল্লাহ! এ আপনার হুসনে যন! যিনি প্রার্থী তিনি নিজেই জানেন না- কবে, কোন প্রতীকে কে তাকে সিলেক্ট করলো আর কোথায় তাকে দাঁড়াতে নাকি বসতে হবে! আজ ‘আসন বন্টন’ দেখে বান্দা পুরাই অবাক
আমাদের ক্ষেত্রে বিষয়টি অলীক হলেও আমরা মন থেকে চাই আগামীর বাংলাদেশে সিলেট থেকে মাওলানা রেজাউল কারীম আবরার ইসলামপন্থীদের হয়ে সংসদে প্রতিনিধিত্ব করুন। একই সাথে দিল থেকে চাই সকল ইসলামী দলগুলি ‘এক প্রতীকে’ এদেশ গঠনে আগামীতে তাদের সমর্থকদের সমর্থন দেবার প্লাটফর্ম তৈরী করে দিক। আগামীর বাংলাদেশ ইসলাম এবং তার মুল্যবোধে গঠিত হোক। এই স্বপ্ন এখন কোটি মানুষের দেশের আনাচে কানাচে। আল্লাহ তায়ালা যেনো সবাইকে বুঝ দান করেন।”
মাওলানা আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ এর কমেন্ট থেকে বোঝা যায় আপাতত এটি তাদের মধ্যকার একটি রসিকতা ছিল। তবে এই কমেন্টের পর অনেকে স্বয়ং পোস্টদাতা মুফতি রেজাউল করিম আবরারকে সিলেট-৫ আসনের প্রার্থী হিসেবে দেখার আগ্রহ প্রকাশ করেছেন।
এদিকে আলেম-ওলামাদের মধ্যকার এই পারস্পরিক রসিকতাকে ভালোই উপভোগ করছেন অন্যান্য আলেম সহ তাদের ভক্ত-অনুরক্তরা। অনেকেই মুফতি রেজাউল করিম আবরারের বক্তব্যের সমর্থনে জোর দাবি জানিয়েছেন, অনেকেই মাওলানা আব্দুল হাই সাইফুল্লাহকে সংসদ সদস্য হিসেবে কল্পনা করা শুরু করে দিয়েছেন। যদি এই গুঞ্জন ভবিষ্যতে সত্যিও হয়, তাহলে কোন প্রতীক নিয়ে দাঁড়াতে পারেন এই জননন্দিত আলেম-তাও অনুমান করতে শুরু করেছেন কেউ কেউ। চরমোনাই পীরের রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ এর হাতপাখা মার্কা নিয়ে উভয় আলেমের দাঁড়ানোর সম্ভাবনাই প্রবল। তাদের এই রসিকতা আসলেই রসিকতা ছিল নাকি আগাম কোনো আভাস ছিল তা দেখার আশার অপেক্ষার প্রহর গুণছে তাদের অসংখ্য ভক্ত-অনুরাগীরা।
Leave a Reply