মনোনয়ন দাখিল শেষ হচ্ছে আজ, সময় দুই দিন বাড়তে পারে - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ঢাকায় খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে উচ্চ পর্যায়ের বৈশ্বিক প্রতিনিধি দল; ভারত, পাকিস্তান, নেপাল, ভুটানসহ বহু দেশ ইতিহাসের সর্ববৃহৎ জানাজায় বিদায় নিলেন খালেদা জিয়া, সংসদ ভবন এলাকায় জনসমুদ্র খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে মানিক মিয়া এভিনিউতে এক ব্যক্তির মৃত্যু খালেদা জিয়ার কফিন কাঁধে তুললেন ড. মিজানুর রহমান আজহারী তারেক রহমানকে সহমর্মিতা পাকিস্তানের স্পিকারের রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন, লাখো মানুষের উপস্থিতিতে রাজসিক বিদায় ডিআইইউ মডেল ইউনাইটেড নেশন ২০২৫-এ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গৌরবময় সাফল্য লোকপ্রশাসন অ্যাসোসিয়েশন নির্বাচন নিয়ে বিভাগীয় প্রধানের সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ মায়ের জন্য দোয়া ও ক্ষমা চাইলেন তারেক রহমান খালেদা জিয়ার শেষ বিদায়ে মানিক মিয়া এভিনিউয়ে শোকের জনসমুদ্র

মনোনয়ন দাখিল শেষ হচ্ছে আজ, সময় দুই দিন বাড়তে পারে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৪ বার দেখা হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ঢাকার বিভিন্ন আসনে মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ। তবে নির্বাচন কমিশনের (ইসি) ভেতরের আলোচনা অনুযায়ী, প্রয়োজনে এ সময়সীমা আরও দুই দিন বাড়ানো হতে পারে।

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় ও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এখন পর্যন্ত ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মনোনয়ন জমা দেওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন— ঢাকা-৬ আসনে ইশরাক হোসেন, ঢাকা-১৩ আসনে ববি হাজ্জাজ, ঢাকা-১০ আসনে রবিউল ইসলাম, ঢাকা-১৪ আসনে সানজিদা ইসলাম তুলি ও ব্যারিস্টার আহমদ বিন কাশেম আরমান, ঢাকা-১৬ আসনে আমিনুল হকসহ আরও কয়েকজন।

এদিকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট সূত্র জানিয়েছে, আজ দুপুরের মধ্যে বিএনপি ও জামায়াত মনোনীত আরও কয়েকজন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিতে পারেন।

এর আগে গতকাল রোববার সারাদিন দেশের বিভিন্ন জেলা ও মহানগরে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করেন। ইসি জানিয়েছে, সারাদেশে এখন পর্যন্ত প্রায় ৩ হাজার প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

জেলা পর্যায়েও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিচ্ছেন বলে জানিয়েছে কমিশন।

ইসি কর্মকর্তারা আরও জানান, ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আগামী ২০ জানুয়ারি। ওই দিন শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

মনোনয়ন দাখিলের শেষ মুহূর্তে রাজনৈতিক দলগুলোর চাপ ও প্রশাসনিক বাস্তবতার কারণে সময়সীমা বাড়ানোর বিষয়টি বিবেচনায় রেখেছে নির্বাচন কমিশন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT