দেশে ফিরতে ট্রাভেল পাস পেলেন তারেক রহমান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা আরও স্থিতিশীল - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
হাদি হত্যাকাণ্ড ঘিরে বাংলাদেশ নিয়ে অতিরঞ্জিত ও উসকানিমূলক খবর ছড়াচ্ছে ভারতীয় সংবাদমাধ্যম গোপনে ইসরায়েল থেকে ২.৩ বিলিয়ন ডলারের অস্ত্র কিনছে সংযুক্ত আরব আমিরাত সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে দুই বাংলাদেশি নিহত শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ জাতিসংঘের, দ্রুত ও স্বচ্ছ তদন্তের আহ্বান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ উত্তাল, ‘শহীদ ওসমান হাদি চত্বর’ ঘোষণার ডাক দেশে ফিরতে ট্রাভেল পাস পেলেন তারেক রহমান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা আরও স্থিতিশীল হাদীকে ‘জঙ্গী পোলা’ বলা ইবি শিক্ষককে সাত দিনের মধ্যে স্থায়ী বহিষ্কারের দাবি ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রতিবাদে কুবিতে বিক্ষোভ  কুবিতে ওসমান হাদির মৃত্যু সংবাদে বিক্ষোভ; চার শিক্ষককে অবাঞ্ছিত ঘোষণা শনিবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির জানাজা, নিরাপত্তায় কড়াকড়ি

দেশে ফিরতে ট্রাভেল পাস পেলেন তারেক রহমান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা আরও স্থিতিশীল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ৫ বার দেখা হয়েছে

দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে ট্রাভেল পাস হাতে পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন তার মেয়ে জাইমা জারনাজ রহমান। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের তুলনায় আরও স্থিতিশীল বলে জানিয়েছেন তার চিকিৎসক।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ট্রাভেল পাস প্রাপ্তির বিষয়টি শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানান তার মেয়ে জাইমা জারনাজ রহমান। তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, বাবা আজ কিছুক্ষণ আগে ট্রাভেল ডকুমেন্ট হাতে পেয়েছেন।’

প্রায় ১৮ বছর লন্ডনে অবস্থানের পর আগামী ২৫ ডিসেম্বর দেশে ফেরার কথা রয়েছে তারেক রহমানের। এর আগে গত ১৮ ডিসেম্বর লন্ডনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে তিনি ট্রাভেল পাসের জন্য আবেদন করেছিলেন।

এদিকে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে ইতিবাচক তথ্য দিয়েছেন তার চিকিৎসকরা। শুক্রবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, আগের তুলনায় তার শারীরিক অবস্থা আরও স্থিতিশীল।

তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। আলহামদুলিল্লাহ, বর্তমানে তার শারীরিক অবস্থা আগের তুলনায় অনেক বেশি স্থিতিশীল।’

ডা. জাহিদ আরও জানান, শুক্রবার তাকে একটি ছোট মেডিকেল প্রসিডিউর করানো হয়েছে, যা সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের (সিসিইউ) আওতায় আইসিইউ সুবিধাসম্পন্ন কেবিনে চিকিৎসাধীন আছেন।

তিনি বলেন, ‘আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ডা. জুবাইদা রহমানসহ পরিবারের পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাই, যেন তিনি এই চিকিৎসা অব্যাহত রাখতে পারেন এবং দ্রুত সুস্থতার দিকে এগিয়ে যান।’

এক প্রশ্নের জবাবে অধ্যাপক জাহিদ হোসেন বলেন, ‘উনি যে অবস্থায় ছিলেন, তার তুলনায় এখন আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক বেশি স্থিতিশীল। আমরা দেশবাসীর কাছে তার সার্বিক সুস্থতার জন্য দোয়া চাই।’

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT