
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘নিজেদের ক্যাম্পাস, নিজেরাই রাখবো পরিচ্ছন্ন’ স্লোগানে পলিথিনমুক্তকরণ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে পরিবেশবাদী ও স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীন ভয়েস। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ৯টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে সংগঠনটির শতাধিক সদস্য অংশ নেন।
গ্রুপভিত্তিক সদস্যরা বটতলা, জিমনেশিয়াম, ব্যবসায় প্রশাসন অনুষদ ভবন, টিএসসিসি, ইবনে সিনা বিজ্ঞান ভবন, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবন, রবীন্দ্র–নজরুল কলা ভবন, থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবন, ডায়না চত্বর, প্রধান ফটক, আমবাগান, প্যারাডাইস রোড, ঝাল চত্বর, শাহ আজিজুর রহমান হল ও জুলাই–৩৬ হলের প্রাঙ্গনসহ বিভিন্ন স্থানে পড়ে থাকা পলিথিন, প্লাস্টিক ও বর্জ্য অপসারণ করেন।
অভিযান চলাকালে গ্রীন ভয়েস ইবি শাখার উপদেষ্টা অধ্যাপক ড. আব্দুল আল মোহিত, সাবেক সভাপতি এস. এম. সুইট, মাজিদুল ইসলাম উজ্জ্বলসহ সংগঠনটির কার্যনির্বাহী সদস্য ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।
সংগঠনটির সভাপতি মো. ইমতিয়াজ আহাম্মেদ ইমন বলেন, বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞান অর্জনের জায়গা নয়—এটি দায়িত্ববোধ, সচেতনতা ও চরিত্র গঠনের স্থান। ক্যাম্পাসকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব রাখা সেই দায়িত্ববোধেরই বহিঃপ্রকাশ। পলিথিনের দীর্ঘমেয়াদি ক্ষতির কথা তুলে ধরে তিনি বলেন, পরিচ্ছন্নতা অভিযান শুধু কর্মসূচি নয়, বরং একটি আন্দোলন এবং টেকসই ক্যাম্পাস গঠনের অঙ্গীকার।
তিনি আরও বলেন, ব্যক্তিগত দায়িত্ববোধ থেকেই যদি সবাই সচেতন হন, তবে পুরো ক্যাম্পাসকে পলিথিনমুক্ত করা কঠিন নয়। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ ক্যাম্পাস গড়ে তুলতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপদেষ্টা অধ্যাপক ড. আব্দুল আল মোহিত বলেন, ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখা সবার নৈতিক দায়িত্ব হলেও অনেক সময় অনেকে অসচেতনতাবশত ময়লা ফেলেন, যা দুঃখজনক। প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ক্যাম্পাসে ময়লা ফেললে জরিমানা করার মতো আইন প্রণয়ন করা হলে সচেতনতা আরও বৃদ্ধি পেত। একইসঙ্গে ফুটপাত নির্মাণ ও প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে পর্যাপ্ত ডাস্টবিন স্থাপনের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।
তিনি জানান, গ্রীন ভয়েস তাদের সচেতনতা কার্যক্রম অব্যাহত রাখবে এবং শিক্ষার্থীদের পরিচ্ছন্ন ক্যাম্পাস গঠনে আরও উদ্বুদ্ধ করবে।