রাজনীতিতে নতুন ‘তৃতীয় শক্তি’ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
রাজনীতিতে নতুন ‘তৃতীয় শক্তি’ নিরাপত্তা বিবেচনায় শেকৃবিতে ৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা থানচিতে পর্যটন নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি ফেনী সরকারি কলেজে হিজাব নিয়ে কটাক্ষের অভিযোগ প্রাণীবিদ্যার বিভাগের প্রধানের বিরুদ্ধে কেরানীগঞ্জে নারী ও শিশু নির্যাতন মামলায় মুফতি মামুনুর রশিদ কাসেমী গ্রেপ্তার উচ্চ ভূমিকম্প ঝুঁকিতে সিলেট : বিশেষজ্ঞদের জরুরি প্রস্তুতি নেওয়ার পরামর্শ ঢাবি ১৫ দিন বন্ধ, রোববার বিকেল ৫টার মধ্যে হল ছাড়ার নির্দেশ নানা আয়োজনে ইবিতে ৪৭তম বিশ্ববিদ্যালয় দিবস পালন সাদিও মানের হৃদয় ছুঁয়েছে প্রবাসী বাংলাদেশিদের ইফতার আমন্ত্রণ ২৪ ঘণ্টার কম সময়ে নরসিংদীতে দ্বিতীয় ভূমিকম্প

রাজনীতিতে নতুন ‘তৃতীয় শক্তি’

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১ বার দেখা হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় রাজনীতিতে উদিত হতে যাচ্ছে একটি নতুন ‘তৃতীয় শক্তি’। বিএনপি ও জামায়াতের বাইরে অবস্থান নেওয়া দল ও প্ল্যাটফর্মগুলোর একটি অংশ ইতোমধ্যেই ঐক্য গঠনের প্রাথমিক সিদ্ধান্তে উপনীত হয়েছে। রাষ্ট্র সংস্কার এবং জুলাই সনদের প্রতি ইতিবাচক অবস্থান নেওয়া শক্তিগুলোকেই কেন্দ্র করে এ নতুন রাজনৈতিক বলয় গড়ে উঠছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। দলগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে—যেকোনো সময় সংবাদ সম্মেলন করে জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

সূত্রগুলো জানায়, জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ (এবি) পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন, ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) এবং গণতন্ত্র মঞ্চের একটি দল—প্রাথমিকভাবে পাঁচটি রাজনৈতিক শক্তি এ জোটের অংশ হতে যাচ্ছে। পাশাপাশি গণঅধিকার পরিষদসহ আরও কয়েকটি দলের সঙ্গে আলোচনা চলমান রয়েছে। আলোচনায় অগ্রগতি হলে জোটের পরিধি আরও বাড়তে পারে।

গত অক্টোবরে নতুন রাজনৈতিক বলয় গঠনের আভাস জোরালো হয়। ‘জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও নির্বাচনি ঐক্য’ শীর্ষক আলোচনা সভার মাধ্যমে আপ বাংলাদেশ, এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন এ উদ্যোগের পথ তৈরি করে। নভেম্বরেও দুটি সভা হয়, যা তৃতীয় বলয় গঠনের পথে দলগুলোর ঘনিষ্ঠ হওয়ার ইঙ্গিত হিসেবে দেখা হয়। জোটের ভিত্তি হবে—জুলাই গণঅভ্যুত্থানের লক্ষ্য ও অঙ্গীকার বাস্তবায়ন।

চলতি মাসের ৫ তারিখ রাজধানীর পল্টনে রাষ্ট্র সংস্কার আন্দোলনের কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় এনসিপি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্য, এবি পার্টি ও গণতন্ত্র মঞ্চের প্রতিনিধিরা বসেন। সভায় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক সমন্বয়ের পাশাপাশি জুলাই সনদের লক্ষ্য বাস্তবায়নকেও প্রধান আলোচ্য হিসেবে রাখা হয়।

দলীয় সূত্রগুলোর দাবি, বিএনপি ও জামায়াতের বাইরে নতুন একটি বলয় গঠনের উদ্যোগ দীর্ঘদিন ধরেই চলছিল। আনুষ্ঠানিকভাবে এসব দল বিএনপি–জামায়াতের সঙ্গে জোটে না থাকায় তারা স্বাধীনভাবেই বিকল্প রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরিতে আগ্রহী হয়ে ওঠে।

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু গতকাল ফেনীতে নির্বাচনি জনসংযোগে বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা রাখা দলগুলোকে নিয়ে অচিরেই নতুন জোট গঠন করা হবে। সম্ভাব্য ঘোষণা দিবস হিসেবে ২৫ নভেম্বরকে বিবেচনা করা হচ্ছে বলে জানান তিনি।

রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম নিশ্চিত করেছেন—জুলাই গণঅভ্যুত্থান–উদ্ভূত জনআকাঙ্ক্ষার ভিত্তিতে একটি ঐক্য প্রক্রিয়া এগোচ্ছে। ইতোমধ্যে পাঁচ–ছয়টি রাজনৈতিক শক্তি আলোচনায় যুক্ত হয়েছে। তবে আলোচনার ধাপ চলমান থাকায় সব তথ্য এ মুহূর্তে প্রকাশ করেননি।

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক লিয়াজোঁ প্রধান আরিফুল ইসলাম আদীব জানান, জাতীয় ঐকমত্য কমিশনের সময় থেকেই বিএনপির বাইরে কয়েকটি দলের মধ্যে রাজনৈতিক সংলাপ চলমান ছিল। সেখান থেকেই সংস্কারধর্মী ও জুলাই সনদমুখী দলগুলোকে নিয়ে নতুন একটি রাজনৈতিক শক্তি গড়ে তোলার চিন্তা সামনে আসে। আলোচনায় পাঁচ–ছয়টি দল যুক্ত হয়েছে এবং অচিরেই প্রক্রিয়াটি পূর্ণতা পেতে পারে বলে তিনি জানান।

আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেন, বিএনপি–জামায়াত ছাড়া বাকি দলগুলোকে নিয়েই তৃতীয় রাজনৈতিক বলয় গঠনের চেষ্টা চলছে। এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও আপ বাংলাদেশ এ উদ্যোগের মূল অংশীদার। এনসিপি, গণঅধিকার ও অন্যান্য দলকে সঙ্গে নেওয়ার আলোচনাও চলছে। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার ভিত্তিতে আগামি নির্বাচন এবং পরবর্তী সময়েও তারা রাজনৈতিক ভূমিকা রাখতে চাইছেন।

নতুন জোটে যুক্ত হওয়ার বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত না জানালেও গণঅধিকার পরিষদের অবস্থান ইতিবাচক। দলের মুখপাত্র হাসান আল মামুন বলেন, তাঁরা চান এই ঐক্য আরও বিস্তৃত হোক এবং বড় প্ল্যাটফর্ম তৈরি হোক।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT