
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) আগামী রোববার (২৩ নভেম্বর) থেকে টানা ১৫ দিন বন্ধ ঘোষণা করেছে। ওই দিন বিকেল ৫টার মধ্যেই সকল শিক্ষার্থীকে আবাসিক হল ছাড়তে হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (২২ নভেম্বর) প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ এ সিদ্ধান্তের কথা জানান।
তিনি জানান, সাম্প্রতিক ঘটনাপ্রবাহে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এর পাশাপাশি পুরোনো অবকাঠামোর কারণে সব হলেই ক্ষয়ক্ষতি রয়েছে, যা জরুরি ভিত্তিতে মেরামত করা প্রয়োজন। প্রকৌশলীদের মূল্যায়নে অন্তত ৪ সপ্তাহ সময় লাগার কথা থাকলেও সিন্ডিকেট আপাতত ২ সপ্তাহ সংস্কার কার্যক্রম চালানোর অনুমতি দিয়েছে।
প্রক্টর বলেন, কারিগরি পর্যবেক্ষণ ও সংস্কারের সুবিধার্থে হল খালি করা ছাড়া উপায় নেই। ফলে আগামী দুই সপ্তাহ ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। রোববার বিকেল ৫টার পর কোনো শিক্ষার্থী হলে থাকতে পারবে না। হল ছাড়ার সময় রুমগুলো পরীক্ষা করা হবে এবং শিক্ষার্থীদের চাবি সংশ্লিষ্ট হাউজ টিউটরের কাছে জমা দিতে হবে।