
শেকৃবির অ্যাকাডেমিক ভবনে বিএনপির নির্বাচনী ব্যানার ঝুলানো নিয়ে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও সোশ্যাল মিডিয়ায় সমালোচনা দেখা দিয়েছে। শিক্ষার্থীরা একে ‘শিক্ষাবান্ধব পরিবেশের পরিপন্থী’ বলছেন।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) অ্যাকাডেমিক ভবনে বিএনপির একটি বড় নির্বাচনী ব্যানার ঝুলানোকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রবিবার (১৬ নভেম্বর) বিকালে বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের সমালোচনা ও ক্ষোভও তীব্র হয়।
বিশ্ববিদ্যালয়ের এম. মহবুবউজ্জামান অ্যাকাডেমি ভবনের সামনে ঝুলানো ব্যানারে মনোনীত দলীয় প্রার্থীসহ শীর্ষ নেতাদের ছবি ও প্রচারণামূলক উপাদান দেখা যায়।
ক্যাম্পাসের শিক্ষার্থীরা বিষয়টিকে ‘শিক্ষাবান্ধব পরিবেশের পরিপন্থী’ হিসেবে অভিহিত করেছেন। জাহিদ হাসান নামে একজন শিক্ষার্থী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “বিএনপির কি এটি বাপের ক্যাম্পাস? ভিসি সমালোচনার প্রতিক্রিয়া দিতে পারছেন না; সমালোচনা করলেই ব্লক করে দেওয়া হয়। এরকম আচরণ চলতেই থাকে।”
অন্য শিক্ষার্থী মো. শান্ত লিখেছেন, “ক্যাম্পাস কোনো নির্বাচনী প্রচারণার জায়গা নয়। প্রশাসন কিভাবে এতটা নির্লজ্জ ও শালীনতা ছাড়িয়ে চলে, আমি বুঝতে পারি না। একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনুমতি ছাড়া রাজনৈতিক ব্যানার এবং প্রোগ্রাম আয়োজন করা অনুচিত। যেখানে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ, সেখানে বাইরের লোক এসে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে—অদ্ভুত অবস্থা চলছে আমার ক্যাম্পাসে।”
শিক্ষার্থীরা দাবি করেছেন, বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রভাবমুক্ত রাখা সবার দায়িত্ব। একাডেমিক ভবনের মতো শিক্ষার মূল স্থানে দলীয় প্রচারণা স্থাপন ক্যাম্পাসের পরিবেশও অশান্ত করতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।