ইবি প্রশাসনে দায়িত্বশীলতার ওপর জোর, ‘ব্যাড অ্যাডমিনিস্ট্রেশন যে কোনো ভালো উদ্যোগ ধ্বংস করতে পারে’ — উপাচার্য - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বুটেক্স হলগুলোতে মশার ভয়াবহ উপদ্রব, ডেঙ্গুতে বহু শিক্ষার্থী আক্রান্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘Allama Iqbal’s Theory of Khudi’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত জুলাই অভ্যুত্থান মামলা : পলাতক আসামিরা আপিল করতে পারবেন না জুলাই গণঅভ্যুত্থয়ে মানবতাবিরোধী অপরাধ: শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড, কামালকে একই রায়; মামুনের পাঁচ বছরের কারাদণ্ড রাজশাহীতে বিচারকের ছেলে হত্যার প্রতিবাদে ইবিতে মানববন্ধন যে কারণে রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ পাচ্ছেন না শেখ হাসিনা জুলাই গণআন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিন আসামির রায় আজ ইবির প্রয়াত শিক্ষার্থী শান্তার স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে বিএনপি নির্বাচনী ব্যানার বিতর্ক: শিক্ষার্থীদের তীব্র প্রতিক্রিয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

ইবি প্রশাসনে দায়িত্বশীলতার ওপর জোর, ‘ব্যাড অ্যাডমিনিস্ট্রেশন যে কোনো ভালো উদ্যোগ ধ্বংস করতে পারে’ — উপাচার্য

মিজানুর রহমান, ইবি প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৬ বার দেখা হয়েছে

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, প্রশাসনিক ব্যর্থতা বা ‘ব্যাড অ্যাডমিনিস্ট্রেশন’ যে কোনো ভালো উদ্যোগ, পরিকল্পনা ও প্রতিষ্ঠানিক সক্ষমতাকে নষ্ট করে দিতে পারে। এজন্য বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতা, আন্তরিকতা ও মানসিক প্রস্তুতিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

রবিবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের ৪র্থ তলায় ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ‘অফিস ব্যবস্থাপনা ও পেশাগত দক্ষতা বৃদ্ধি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য।

তিনি বলেন, যে প্রতিষ্ঠানে কাজ করে জীবনের প্রয়োজন মেটানো যায়, সেখানে দায়িত্বশীল থাকা নৈতিক, মানবিক এবং ধর্মীয় দায়িত্ব। শিক্ষকদের মূল দায়িত্ব পাঠদান ও গবেষণা—যা বিশ্ববিদ্যালয়ের অস্তিত্ব নির্ধারণ করে; আর এগুলোকে টেকসই রাখে দক্ষ প্রশাসন। বিশ্বজুড়ে উন্নত ব্যবস্থাপনা ও নেতৃত্ব দুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলেও উল্লেখ করেন তিনি।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী। সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ নাজিমুদ্দিন এবং সঞ্চালনা করেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. শেখ মোহাম্মদ আব্দুর রউফ। এতে বিভিন্ন বিভাগ ও প্রশাসনিক ইউনিটের মোট ৬০ জন কর্মকর্তা অংশ নেন।

বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভিসি বলেন, সীমিত অর্থায়ন, জনবল সংকট ও লজিস্টিক ঘাটতি থাকা সত্ত্বেও দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহ শিক্ষায় ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে। তিনি নিয়ম-শৃঙ্খলা মেনে অফিসে উপস্থিতি, সময় ব্যবস্থাপনা এবং পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT