কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পর্যটন দিবস ও ট্যুরিজম বিভাগের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
রাকসু নির্বাচনের প্রচারণার শেষ দিন আজ, পরশু ভোটগ্রহণ তরুণ কলাম লেখক ফোরামের কুবি শাখার নেতৃত্বে মাসুম–সাইদুল সড়ক সংস্কার ও রেলপথ চালুর দাবিতে উপাচার্য বরাবর ইবি ছাত্রদলের স্মারকলিপি প্রদান গাছের সুরক্ষায় গ্রীন ভয়েস সদস্যদের হাতে পাঁচ প্রকার সামগ্রী প্রদান করলেন অধ্যক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি আবেদন শুরু ২৯ অক্টোবর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মেডিক্যাল সেবার সময় রাত ৮টা পর্যন্ত বাড়ানো হলো রাবিতে নবীনবরণ: শিক্ষার্থীদের সম্ভাবনা বাস্তবায়নে যুক্তি ও শৃঙ্খলার আহ্বান উপাচার্যের জাবিতে প্রাণ রসায়ন বিভাগের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের নতুন কমিটি ঘোষণা বিদেশে নতুন আগত বাংলাদেশিদের প্রতি অমানবিক আচরণ বন্ধের আহ্বান জানিয়েছেন ফজলে এলাহী

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পর্যটন দিবস ও ট্যুরিজম বিভাগের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মিজানুর রহমান, ইবি প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩ বার দেখা হয়েছে

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিশ্ব পর্যটন দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের আয়োজনে ব্যবসায় প্রশাসন ভবনের সামনে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

উদ্বোধনের পর শিক্ষক-শিক্ষার্থীরা বৃক্ষরোপণ করেন এবং একটি বর্ণাঢ্য র‌্যালি বের করেন। দিবসটি উপলক্ষে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয় এবং কেক কেটে বিভাগের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল “ট্যুরিজম অ্যান্ড সাস্টেইনেবল ট্রান্সফরমেশন।”

র‌্যালিতে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. শেলীনা নাসরীন এবং বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক শরিফুল ইসলামসহ বিভাগের অন্য শিক্ষক ও শতাধিক শিক্ষার্থী।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “ট্যুরিজম বর্তমান বিশ্বে অত্যন্ত গুরুত্ব পেয়েছে। এবারের পর্যটন দিবসের থিমও সময়োপযোগী। দেশে-বিদেশে ট্যুরিজমের ওপর কাজ করার সুযোগ দিন দিন বাড়ছে। একসময় এ খাত পিছিয়ে ছিল, কারণ প্রশিক্ষিত জনশক্তি ছিল না। আশা করি এ বিভাগের শিক্ষার্থীরা ট্যুরিজম খাতকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ট্যুরিজম খাত উন্নত হলে বাংলাদেশও সাসটেইনেবল ডেভেলপমেন্টের দিকে এগিয়ে যাবে।”

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT