বুটেক্স ছাত্রলীগের দমননীতি নিয়ে বই প্রকাশ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
জাবিতে প্রাণ রসায়ন বিভাগের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের নতুন কমিটি ঘোষণা বিদেশে নতুন আগত বাংলাদেশিদের প্রতি অমানবিক আচরণ বন্ধের আহ্বান জানিয়েছেন ফজলে এলাহী সাবেক সেনাকর্মকর্তার জবানিতে পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর প্রকৃত চিত্র কাতার–সৌদি মধ্যস্থতায় পাকিস্তানের সঙ্গে সংঘাত ‘আপাতত স্থগিত’ করল আফগানিস্তান পাকিস্তান আবারও আফগান সীমান্ত অতিক্রম করার চেষ্টা করলে আফগান বাহিনী জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত বালিয়াকান্দিতে টাইফয়েড প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন ইসলামী বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের ক্লাস করতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক কুবির তিন শিক্ষার্থী নোবিপ্রবি মডেল ইউনাইটেড নেশনস কনফারেন্সে পুরস্কার জয়ী রাজবাড়ীর কালুখালীর গুণী সংগীতশিল্পী জাহিদ হাসানের মৃত্যু

বুটেক্স ছাত্রলীগের দমননীতি নিয়ে বই প্রকাশ

বুটক্স প্রতিনিধি
  • আপডেট সময় শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ১৫০ বার দেখা হয়েছে

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ছাত্রলীগের দমননীতি ও ক্যাম্পাসে সংঘটিত নির্মম ঘটনাবলির দলিল নিয়ে লেখা ‘নির্মমতার আঁতুড়ঘর: প্রসঙ্গ বুটেক্স ছাত্রলীগ’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন শিক্ষাবিদ, রাজনীতিবিদ, প্রকৌশলী ও ভুক্তভোগী শিক্ষার্থীরা।

বইটিতে বুটেক্স ক্যাম্পাসে ছাত্রলীগের বিভিন্ন দমননীতি, সহিংসতা ও নির্যাতনের প্রমাণ এবং ভুক্তভোগীদের বর্ণনা তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানে ‘ইকোস অব জুলাই’ শীর্ষক সেশনে ভুক্তভোগীরা সরাসরি উপস্থিত হয়ে ছাত্রলীগের বর্বরতা ও দমন-নিপীড়নের অভিজ্ঞতা বর্ণনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ড. মো. আব্দুর রব। বিশেষ অতিথি ছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি, এনসিপির সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আদিব, আপ বাংলাদেশের আহবায়ক আলী আহসান জোনায়েদ, ইঞ্জিনিয়ার্স ফোরামের সভাপতি ইঞ্জিনিয়ার কাজী আবিদ এইচ সিদ্দিকী, বুটেক্সিয়ান সোসাইটির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রওশন জামির রনি এবং ইঞ্জিনিয়ার্স রাইটস মুভমেন্টের উপদেষ্টা ইঞ্জিনিয়ার এম ওয়ালী উল্লাহ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বুটেক্সিয়ান সোসাইটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. আব্দুল জলিল।

অনুষ্ঠানে শরীফ ওসমান হাদি বলেন, “আন্দোলনে তো আপনার ভাই, আমার ভাই আহত-নিহত হয়েছে। সুতরাং তাদের রক্তের ঋণ আমাদেরকেই শোধ করতে হবে। এই সরকার করে দেবে না, অন্য কেউও করবে না।”

আলী আহসান জোনায়েদ বলেন, “আমরা যদি কালেক্টিভলি নীরব থাকি, তবে আবারও ভিক্টিমাইজড হবো। তাই নীরব থাকা যাবে না, অন্যায়ের বিরুদ্ধে সম্মিলিতভাবে সোচ্চার থাকতে হবে।”

এভাবে বুটেক্সিয়ান সোসাইটির উদ্যোগে প্রকাশিত এই গ্রন্থটি ক্যাম্পাসে ছাত্রলীগের সহিংসতা ও দমননীতির বিরুদ্ধে দলিল হয়ে উঠেছে, যা ভুক্তভোগীদের স্মৃতি ও সাক্ষ্যের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটি গুরুত্বপূর্ণ নথি হিসেবে সংরক্ষিত থাকবে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT