৩০টি মিটারগেজ লোকোমোটিভ কেনার খসড়া যাচাইয়ে রেলপথ মন্ত্রণালয়ের কমিটি - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসী তাণ্ডব, র‍্যাবের ডিএডি নিহত তারেক রহমান: জুলাই গণ অভ্যুত্থানের শহীদ-আহতদের জন্য নতুন বিভাগ হবে ২০২৬ হজের জন্য হজযাত্রীদের টিকাদান কার্যক্রম শুরু আলিফ হত্যা মামলা- চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন, বিচার শুরু বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল: উচ্চপর্যায় বৈঠকে অগ্রগতি ও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার ২১ জানুয়ারির মধ্যে সিদ্ধান্ত চাইছে আইসিসি, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভাগ্য অনিশ্চিত মাগুরার চিত্রা নদী থেকে উদ্ধার মুঘল আমলের তরবারি, প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তরের সিদ্ধান্ত দক্ষিণ স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: লাইনচ্যুতি ও সংঘর্ষে নিহত ২১, আহত শতাধিক দীর্ঘ ২৬ বছর পর কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে সাত ভারতীয় সেনা আহত

৩০টি মিটারগেজ লোকোমোটিভ কেনার খসড়া যাচাইয়ে রেলপথ মন্ত্রণালয়ের কমিটি

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৭৫ বার দেখা হয়েছে

১১ আগষ্ট ২০২৫

বাংলাদেশ রেলওয়ের জন্য ৩০টি মিটারগেজ লোকোমোটিভ কেনার প্রস্তাবিত খসড়া স্পেসিফিকেশন পরীক্ষা-নিরীক্ষার জন্য রেলপথ মন্ত্রণালয় একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করেছে। রোববার (১০ আগস্ট) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘চট্টগ্রাম-দোহাজারী মিটারগেজ রেলপথকে ডুয়েলগেজে রূপান্তর’ প্রকল্পের আওতায় লোকোমোটিভ কেনার প্রক্রিয়া চলছে। এ বিষয়ে রেলওয়ে একটি খসড়া স্পেসিফিকেশন তৈরি করেছে। সম্প্রতি এটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক আলোচনার বিষয়টি মন্ত্রণালয়ের নজরে আসে।

কমিটির আহ্বায়ক করা হয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ে নিযুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) ড. শেখ মইনউদ্দিনকে। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (রোলিং স্টক)।

এছাড়া সদস্য হিসেবে থাকবেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের মহাপরিচালক এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের একজন অধ্যাপক। প্রয়োজনে অতিরিক্ত সদস্যও অন্তর্ভুক্ত করা যাবে।

খসড়া স্পেসিফিকেশন যাচাইয়ে লোকোমোটিভের কর্মক্ষমতা, আধুনিক প্রযুক্তি, জ্বালানি সাশ্রয়, খুচরা যন্ত্রাংশের সহজলভ্যতা, আন্তর্জাতিক মানদণ্ড ও দেশের পরিবেশের উপযোগিতা বিবেচনা করা হবে। কমিটিকে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করতে হবে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT