ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বর, ছয় কেন্দ্রে হবে ভোটগ্রহণ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
কুড়িগ্রাম সরকারি কলেজে গ্রীন ভয়েসের পাঠচক্র “প্রয়াস” অনুষ্ঠিত নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাদের ঢালাই ভেঙে আহত ১২ শ্রমিক, সাটারিংয়ে বাঁশ ব্যবহারের অভিযোগ রাজধানী দখলের গোপন পরিকল্পনায় গেরিলা প্রশিক্ষণ, আওয়ামী নেতাকর্মী গ্রেফতার গাজায় ত্রাণ নেওয়ার সময় ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ গেল ৭১ জনের জাতিসংঘের মানবাধিকার কমিশন বাংলাদেশে এলজিবিটিকিউ নিয়ে কাজ করবে: মিলল গোপন প্রমাণ ইরানের সঙ্গে বাণিজ্যে ভারতের ৬ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা লালমনিরহাট বিমানবন্দর চালুর উদ্যোগ – ভূরাজনৈতিক শঙ্কা ও অর্থনৈতিক সম্ভাবনার যুগপৎ জাগরণ রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির নির্মম নির্যাতনের তথ্য, ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ শেষ হলো বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘এক্সারসাইজ টাইগার লাইটনিং-২০২৫’ পর্তুগালে ভয়াবহ দাবানল: সাতজনের মৃত্যু, বহু এলাকা পুড়েছে

ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বর, ছয় কেন্দ্রে হবে ভোটগ্রহণ

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৯ বার দেখা হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন এই তফশিল প্রকাশ করেন।

তফশিল অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট শেষে সেদিনই গণনা ও ফলাফল প্রকাশ করা হবে।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার প্রথমবারের মতো আবাসিক হলের বাইরেও ছয়টি কেন্দ্র স্থাপন করা হয়েছে, যাতে নির্বাচন আরও স্বচ্ছ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয়।

ডাকসু নির্বাচনের সূচি অনুযায়ী, খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ৩০ জুলাই এবং আপত্তি জানানোর শেষ দিন ৬ আগস্ট। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ১১ আগস্ট। মনোনয়নপত্র বিতরণ চলবে ১২ থেকে ১৮ আগস্ট পর্যন্ত, জমার শেষ সময় ১৯ আগস্ট দুপুর ৩টা। মনোনয়নপত্র বাছাই হবে ২০ আগস্ট এবং প্রাথমিক প্রার্থীতালিকা প্রকাশিত হবে ২১ আগস্ট। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৫ আগস্ট এবং চূড়ান্ত প্রার্থীতালিকা প্রকাশ করা হবে ২৬ আগস্ট।

ভোটগ্রহণ শেষে হল সংসদের ফলাফল সংশ্লিষ্ট কেন্দ্রে ঘোষণা করা হবে, আর ডাকসুর ফলাফল প্রকাশ করা হবে সিনেট ভবনের সিনেট কক্ষে।

ভোটের জন্য নির্ধারিত ছয়টি কেন্দ্র এবং সেগুলোর অন্তর্ভুক্ত হলসমূহ হলো:

১. কার্জন হল (পরীক্ষার হল) – ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, অমর একুশে হল, ফজলুল হক হল
২. শারীরিক শিক্ষা কেন্দ্র – জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, সলিমুল্লাহ মুসলিম হল
৩. ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) – রোকেয়া হল, শামসুন নাহার হল, কবি সুফিয়া কামাল হল
৪. ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব – বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল
৫. সিনেট ভবন (বিভিন্ন কক্ষ) – স্যার এ এফ রহমান হল, হাজী মুহম্মদ মহসীন হল, বিজয় একাত্তর হল
৬. উদয়ন স্কুল অ্যান্ড কলেজ – সূর্য সেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, শেখ মুজিবুর রহমান হল, কবি জসীম উদ্দীন হল

উল্লেখ্য, সর্বশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালের ১১ মার্চ, দীর্ঘ ২৮ বছর পর। সে নির্বাচন ঘিরে বিতর্কের সৃষ্টি হলেও এবারকার নির্বাচনকে আরও গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করতে প্রস্তুতি নিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT