রাজধানীর ব্যস্ততম ফার্মগেট এলাকায় মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর সাড়ে ১১টার দিকে ঘটে গেল এক নাটকীয় দুর্ঘটনা। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিসি) একটি দোতলা বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্পের নিচে। শক্ত কংক্রিটের পিলারে ধাক্কা খেয়ে বাসটির ওপরের অংশ চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। ভিডিও দেখতে এখানে ক্লিক করুন।
ঘটনাটি ঘটার পরপরই এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। হতভম্ব হয়ে যান পথচারী ও যাত্রীরা। বাসটিতে থাকা যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়লেও আশ্চর্যজনকভাবে বড় ধরনের কোনো প্রাণহানি ঘটেনি। পুলিশ জানিয়েছে, কেবল একজন সামান্য আহত হয়েছেন, যিনি প্রাথমিক চিকিৎসা নিয়েই সুস্থ হয়ে উঠেছেন।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তেজগাঁও ট্রাফিক অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার অনীশ কীর্ত্তনীয়া। তিনি জানান, ফার্মগেট এলাকায় বিআরটিসির দোতলা বাসটি যখন চলছিল, তখন অদক্ষ চালনার কারণে এটি এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্পের নিচে ঢুকে পড়ে এবং একটি পিলারের সঙ্গে ধাক্কা লাগে।
স্থানীয়রা বলছেন, এমন দুর্ঘটনা এড়াতে বিআরটিসি বাসগুলোর চালকদের প্রশিক্ষণ এবং এলিভেটেড সড়কের নিচের উচ্চতা সম্পর্কে সুস্পষ্ট নির্দেশনা প্রয়োজন। দুর্ঘটনার ফলে ওই রাস্তায় সাময়িকভাবে যানজট সৃষ্টি হলেও পুলিশ তা দ্রুত নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যদি বাসটি আরও জোরে চলত, তাহলে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারত। তারা যাত্রীদের নিরাপদে বের করে আনতে সাহায্য করেন।
এই ঘটনায় বিআরটিসির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি। তবে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং বাসচালককে জিজ্ঞাসাবাদ করা হবে।