সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং আইটি উদ্যোক্তা সজীব ওয়াজেদ জয় তাঁর ফেসবুক পেজে এক পোস্টে দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং অন্তর্বর্তীকালীন সরকারকে কঠোর ভাষায় আক্রমণ করেন। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রে সুষ্ঠু বিচারব্যবস্থা রয়েছে এবং সেখানে তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ টিকবে না।
জয় বলেন, দুদক যদি তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করতে চায়, তাহলে যুক্তরাষ্ট্রে এসে চেষ্টা করুক। তাঁর আইনজীবীরা দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেনের বিরুদ্ধে মামলা করতে প্রস্তুত আছেন। তিনি অভিযোগ করেন, এই তদন্তের মূল উদ্দেশ্য তাঁর ঠিকানা প্রকাশ করে তাঁকে হুমকির মুখে ফেলা। তবে তিনি যুক্তরাষ্ট্রের আইনি ও নিরাপত্তা বাস্তবতায় আত্মবিশ্বাসী, কারণ সেখানে অস্ত্র রাখা বৈধ এবং তিনি আত্মরক্ষার জন্য প্রস্তুত।
জয় আরও জানান, তিনি দুই বাড়ির মালিক নন; একটি বাড়ি তিনি ২০১৮ সালে কিনেছেন এবং সেটির মালিকানা সম্প্রতি তাঁর নামে হয়েছে। অন্য বাড়িটি আগেই বিক্রি করেছেন। তাঁর সম্পদের মূল্য বাড়লেও তা বৈধ উপায়ে অর্জিত।
তিনি জোর দিয়ে বলেন, তিনি কোনো সরকারি কর্মকর্তা নন বরং একজন বৈধভাবে আয় করা আইটি উদ্যোক্তা। এফবিআই ইতিমধ্যে তাঁর বিষয়ে তদন্ত করে কোনো অনিয়ম খুঁজে পায়নি। তিনি অভিযোগ করেন, ইউনুসের নেতৃত্বাধীন “অবৈধ সরকার” তাঁর বিরুদ্ধে জনদৃষ্টিকে অন্যদিকে ঘোরাতে মিথ্যা অভিযোগ এনেছে।