দেশে আইনের শাসন নিশ্চিত করতে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে সরকার। এখন থেকে কাউকে গ্রেপ্তার করা হলে ১২ ঘণ্টার মধ্যে তার পরিবারের সদস্যদের তা জানাতে হবে। এই বিধান রেখে ফৌজদারি কার্যবিধি (সিআরপিসি) সংশোধনের প্রস্তাব আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভায় অনুমোদন পেয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল নতুন আইন সংশোধনের বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, এখন থেকে কোনো পুলিশ সদস্য কাউকে গ্রেপ্তার করতে গেলে তার যথাযথ পরিচয় থাকতে হবে। নেমপ্লেট ও আইডি কার্ড থাকতে হবে এবং তা চাওয়ামাত্র দেখাতে হবে। গ্রেপ্তারের পর সংশ্লিষ্ট থানায় এনে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে হবে, কোনো অবস্থাতেই ১২ ঘণ্টার বেশি সময় নেয়া যাবে না। যদি গ্রেপ্তারকৃত ব্যক্তি অসুস্থ হন, তবে সঙ্গে সঙ্গেই চিকিৎসার ব্যবস্থা করতে হবে।
আইন উপদেষ্টা আরও বলেন, কেন ও কীভাবে গ্রেপ্তার করা হলো, কে গ্রেপ্তার করল, পরিবারের কাকে জানানো হলো—এসব বিষয় লিখিতভাবে রেকর্ড রাখতে হবে। পাশাপাশি গ্রেপ্তার হওয়া প্রত্যেক ব্যক্তির নাম পুলিশ সদর দপ্তরের তালিকায় অন্তর্ভুক্ত থাকবে। ৫৪ ধারা সংশোধনের প্রসঙ্গে তিনি বলেন, কারো বিরুদ্ধে পুলিশ সদস্যের সামনে অপরাধ সংঘটিত হতে দেখলে অথবা পালিয়ে যাওয়ার ঝুঁকি থাকলে তাকে গ্রেপ্তার করা যাবে। তাছাড়া অনলাইনে বেইল বন্ড এবং ডিজিটাল সমন ব্যবস্থার কথাও জানানো হয়, যা বিচারিক প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও আধুনিক করবে।
আসিফ নজরুল বিশ্বাস করেন, এই সংশোধিত আইন সঠিকভাবে বাস্তবায়ন করা হলে বাংলাদেশে অহেতুক গ্রেপ্তার, হয়রানি, এমনকি গুমের মতো অপরাধ বন্ধে তা যুগান্তকারী ভূমিকা রাখবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।