১৮ জুলাই ২০২৫
শুক্রবার (১৮ জুলাই) এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি জানান, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কলাস এবং ফ্রান্স, জার্মানি ও ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এক যৌথ টেলিকনফারেন্সে অংশ নেন তিনি।
আরাঘচি বলেন, “২০১৫ সালে যেসব আলোচনার মাধ্যমে পারমাণবিক চুক্তি হয়েছিল, তা থেকে সরে দাঁড়িয়েছিল যুক্তরাষ্ট্র – ইরান নয়।” তিনি আরও জানান, এ বছরের জুন মাসেও আলোচনার পথ ছেড়ে যুক্তরাষ্ট্র সামরিক বিকল্প বেছে নেয়।
ইরানি মন্ত্রী সাফ জানিয়ে দেন, “কোনো নতুন আলোচনা তখনই সম্ভব, যখন অপর পক্ষ একটি ন্যায্য, ভারসাম্যপূর্ণ ও পারস্পরিক উপকারে আসা চুক্তির জন্য প্রস্তুত থাকবে।”
তিনি বলেন, যদি ইইউ বা ইউরোপীয় দেশগুলো বাস্তবিক কোনো ভূমিকা রাখতে চায়, তবে তাদের উচিত দায়িত্বশীল আচরণ করা। আরাঘচি ‘স্ন্যাপ-ব্যাক’ ব্যবস্থারও সমালোচনা করে বলেন, এতে কোনো নৈতিক বা আইনি ভিত্তি নেই এবং এগুলো পরিহার করাই হবে সমুচিত।