জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নে প্রতীকী ম্যারাথনে যুব উপদেষ্টার অঙ্গীকার - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সহিংসতা, ৫০ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি মনোনয়ন বিতরণের শেষদিনে রাকসু কার্যালয়ে ভাঙচুর করল রাবি ছাত্রদল পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১২ কোটি ৯ লাখ টাকা তাসকিন–লিটনের ঝড়ে ডাচদের সহজে হারাল বাংলাদেশ, সিরিজে ১–০ নেতৃত্ব সাবেক ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ কেরালায় ক্যানারা ব্যাংকে গরুর মাংস নিষিদ্ধ, কর্মীদের ‘বিফ-ফেস্ট’ প্রতিবাদ ৪৮ ঘণ্টার আল্টিমেটাম: জাতীয় পার্টি নিষিদ্ধসহ তিন দফা দাবিতে গণঅধিকার পরিষদের হুঁশিয়ারি ভিপি নূরের ওপর হামলা সেনা নেতৃত্বে: পিনাকী যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা: ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের জাতিসংঘে যোগ দেওয়ার পথ বন্ধ নিখোঁজ দুই শিক্ষার্থীর সন্ধানের দাবিতে ইবিতে ছাত্রশিবিরের মানববন্ধন

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নে প্রতীকী ম্যারাথনে যুব উপদেষ্টার অঙ্গীকার

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৪৩ বার দেখা হয়েছে

বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে আয়োজিত প্রতীকী ম্যারাথনে অংশ নিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “জুলাই-আগস্ট অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়ন একটি দীর্ঘ পথচলার মতো, যা দেশপ্রেম ও সংগ্রামের শক্তিতে একদিন সফল হবেই।”

তিনি বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসের অংশমাত্র নয়, বরং জাতীয় চেতনার এক অবিচ্ছেদ্য উপাদান। যতদিন দেশ থাকবে, ততদিন শহীদ, আহত এবং সংগ্রামীদের নাম মানুষ স্মরণ করবে।

উপদেষ্টা আরও বলেন, আজকের ম্যারাথনে যেমন কেউ আলাদাভাবে প্রশিক্ষিত ছিলেন না, তেমনি সেই সময়ের যোদ্ধারাও প্রস্তুতি ছাড়াই ভয়ংকর অস্ত্রের মুখোমুখি হয়ে সাহসিকতার পরিচয় দিয়েছেন।

স্বাধীনতার পর নাগরিক মর্যাদা ও সাম্যের যে সংগ্রাম জুলাই মাসে হয়েছিল, তা ছিল সময়ের গণ্ডি ছাড়িয়ে একটি নতুন রাষ্ট্রের স্বপ্ন। সেই স্বপ্ন এখনো অপূর্ণ, এবং তা বাস্তবায়নে সকলকে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসতে হবে।

প্রতীকী ম্যারাথনে শহীদ পরিবার, আহত মুক্তিযোদ্ধা ও তরুণ প্রজন্মের প্রায় ৭০০ প্রতিযোগী অংশ নেন। শেষে শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা স্মারক প্রদান ও আহতদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আবেগঘন পরিবেশে আয়োজনটি সম্পন্ন হয়। পুরো আয়োজন জুড়ে ছিল আগামী প্রজন্মের মাঝে ‘জুলাই চেতনা’ ছড়িয়ে দেওয়ার দৃঢ় সংকল্প।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT