আইনশৃঙ্খলা অবনতি ও অস্থিরতার প্রতিবাদে ছাত্রদল-যুবদল-স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ কর্মসূচি - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
রাজধানী দখলের গোপন পরিকল্পনায় গেরিলা প্রশিক্ষণ, আওয়ামী নেতাকর্মী গ্রেফতার গাজায় ত্রাণ নেওয়ার সময় ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ গেল ৭১ জনের জাতিসংঘের মানবাধিকার কমিশন বাংলাদেশে এলজিবিটিকিউ নিয়ে কাজ করবে: মিলল গোপন প্রমাণ ইরানের সঙ্গে বাণিজ্যে ভারতের ৬ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা লালমনিরহাট বিমানবন্দর চালুর উদ্যোগ – ভূরাজনৈতিক শঙ্কা ও অর্থনৈতিক সম্ভাবনার যুগপৎ জাগরণ রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির নির্মম নির্যাতনের তথ্য, ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ শেষ হলো বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘এক্সারসাইজ টাইগার লাইটনিং-২০২৫’ পর্তুগালে ভয়াবহ দাবানল: সাতজনের মৃত্যু, বহু এলাকা পুড়েছে সাপে কেটেছিল এক সাপুড়েকে, সেই সাপই কাঁচা চিবিয়ে খেলেন আরেক সাপুড়ে পাকিস্তানের সঙ্গে তেল উন্নয়ন চুক্তির ঘোষণা প্রেসিডেন্ট ট্রাম্পের

আইনশৃঙ্খলা অবনতি ও অস্থিরতার প্রতিবাদে ছাত্রদল-যুবদল-স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ কর্মসূচি

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৫৮ বার দেখা হয়েছে

১৪ জুলাই ২০২৫

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, পরিকল্পিতভাবে অরাজক পরিস্থিতি তৈরির অপচেষ্টা এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নষ্টের অভিযোগে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির তিন অঙ্গসংগঠন—জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল।

এই কর্মসূচির অংশ হিসেবে ছাত্রদল সোমবার (১৪ জুলাই), স্বেচ্ছাসেবক দল মঙ্গলবার (১৫ জুলাই) এবং যুবদল বৃহস্পতিবার (১৭ জুলাই) রাজধানীসহ দেশের সব জেলা ও মহানগরে একযোগে বিক্ষোভ মিছিলের আয়োজন করবে।

রোববার (১৩ জুলাই) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শাহবাগ পর্যন্ত ছাত্রদলের কেন্দ্রীয় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। একই সঙ্গে সারাদেশের প্রতিটি জেলা ও মহানগরেও একই কর্মসূচি পালন করা হবে।

স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক কাজী আব্দুল্লাহ আল-মামুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ জুলাই সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দেশকে ষড়যন্ত্রমূলকভাবে অস্থিতিশীল করার প্রতিবাদে সংগঠনটি বিক্ষোভ মিছিল করবে।

অন্যদিকে যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ১৭ জুলাই রাজধানী ঢাকায় কেন্দ্রীয়ভাবে এবং সারাদেশে জেলা ও মহানগর পর্যায়ে যুবদল বিক্ষোভ কর্মসূচি পালন করবে। আইনশৃঙ্খলার অবনতির বিরুদ্ধে এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT