‘শাপলা’ প্রতীক আপাতত তালিকাভুক্ত নয়, ‘নৌকা’ থাকছে: নির্বাচন কমিশন - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১২ কোটি ৯ লাখ টাকা তাসকিন–লিটনের ঝড়ে ডাচদের সহজে হারাল বাংলাদেশ, সিরিজে ১–০ নেতৃত্ব সাবেক ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ কেরালায় ক্যানারা ব্যাংকে গরুর মাংস নিষিদ্ধ, কর্মীদের ‘বিফ-ফেস্ট’ প্রতিবাদ ৪৮ ঘণ্টার আল্টিমেটাম: জাতীয় পার্টি নিষিদ্ধসহ তিন দফা দাবিতে গণঅধিকার পরিষদের হুঁশিয়ারি ভিপি নূরের ওপর হামলা সেনা নেতৃত্বে: পিনাকী যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা: ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের জাতিসংঘে যোগ দেওয়ার পথ বন্ধ নিখোঁজ দুই শিক্ষার্থীর সন্ধানের দাবিতে ইবিতে ছাত্রশিবিরের মানববন্ধন কিশোরগঞ্জ পাগলা মসজিদের দানবাক্সতে ৩২ বস্তা টাকা ও শেখ হাসিনাকে নিয়ে লেখা সহ নানান চিরকুট ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয় চার দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

‘শাপলা’ প্রতীক আপাতত তালিকাভুক্ত নয়, ‘নৌকা’ থাকছে: নির্বাচন কমিশন

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৫০ বার দেখা হয়েছে

১৪ জুলাই ২০২৫

নির্বাচনী প্রতীকের তালিকায় আপাতত যুক্ত হচ্ছে না ‘শাপলা’। তবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকলেও তাদের নির্বাচনী প্রতীক ‘নৌকা’ তালিকায় থাকছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

রোববার (১৩ জুলাই) বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি। কমিশনার বলেন, “নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিটি দলের জন্য একটি নির্দিষ্ট প্রতীক থাকে। সেগুলো নির্বাচন কমিশনের সংরক্ষিত তালিকায় রয়েছে। কোনো দলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তাদের প্রতীক বাদ দেওয়ার সুযোগ নেই। সে অনুযায়ী আপাতত ‘নৌকা’ প্রতীক বহাল থাকছে।”

এদিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চেয়েছিল ‘শাপলা’ প্রতীক। এ বিষয়ে মাছউদ বলেন, “কোনো দল ইচ্ছা করলে যে কোনো প্রতীক চাইতে পারে। তবে নির্বাচন কমিশনের সংরক্ষিত তফসিলে যেহেতু ‘শাপলা’ প্রতীক নেই, তাই এখনই তা তালিকাভুক্ত করা সম্ভব নয়। এনসিপি পরবর্তীতে নিবন্ধন পেলে বিষয়টি পুনর্বিবেচনা করা যেতে পারে।”

এর আগে সকাল ১১টায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন এনসিপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ অন্যরা।

বৈঠক শেষে সাংবাদিকদের নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমরা শাপলা প্রতীক দাবি করেছি। যদি প্রতীক না দেওয়া হয়, তাহলে এনসিপি রাজনৈতিকভাবে প্রতিক্রিয়া জানাবে এবং প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করবে।”

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT