রিজভী বলেন, “বোমা মেরে বিএনপিকে ভয় দেখানো যাবে না। কারা এই ঘটনা ঘটিয়েছে, আমরা আন্দাজ করতে পারছি। যদিও এখনই নাম প্রকাশ করছি না, কারণ নিজের চোখে দেখিনি। কিন্তু এটুকু নিশ্চিত, এর নেপথ্যে সরকারেরই হাত রয়েছে।”
তিনি আরও বলেন, “দেশব্যাপী বিভিন্ন ঘটনার দায় বিএনপির ওপর চাপানো হচ্ছে। এটি শেখ হাসিনার রাজনৈতিক সংস্কৃতি—ভয়ভীতি ও দমন। পরিকল্পিতভাবেই এ হামলা চালানো হয়েছে।”
সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে রিজভী বলেন, “যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের পরিণতি ভালো হবে না। রাজনৈতিক পরিবেশ নষ্ট করে পানি ঘোলা করার কোনো লাভ হবে না।”
বিএনপি নেতা বলেন, “সরকারের উচিত দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা। জনগণ সব দেখছে।”
এর আগে, শনিবার রাত ৯টা ৫৮ মিনিটের দিকে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনের সড়কে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।