নিঃশর্ত ক্ষমা চাইলেন আন্দোলনকারী এনবিআর কর্মকর্তারা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
রাজধানী দখলের গোপন পরিকল্পনায় গেরিলা প্রশিক্ষণ, আওয়ামী নেতাকর্মী গ্রেফতার গাজায় ত্রাণ নেওয়ার সময় ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ গেল ৭১ জনের জাতিসংঘের মানবাধিকার কমিশন বাংলাদেশে এলজিবিটিকিউ নিয়ে কাজ করবে: মিলল গোপন প্রমাণ ইরানের সঙ্গে বাণিজ্যে ভারতের ৬ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা লালমনিরহাট বিমানবন্দর চালুর উদ্যোগ – ভূরাজনৈতিক শঙ্কা ও অর্থনৈতিক সম্ভাবনার যুগপৎ জাগরণ রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির নির্মম নির্যাতনের তথ্য, ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ শেষ হলো বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘এক্সারসাইজ টাইগার লাইটনিং-২০২৫’ পর্তুগালে ভয়াবহ দাবানল: সাতজনের মৃত্যু, বহু এলাকা পুড়েছে সাপে কেটেছিল এক সাপুড়েকে, সেই সাপই কাঁচা চিবিয়ে খেলেন আরেক সাপুড়ে পাকিস্তানের সঙ্গে তেল উন্নয়ন চুক্তির ঘোষণা প্রেসিডেন্ট ট্রাম্পের

নিঃশর্ত ক্ষমা চাইলেন আন্দোলনকারী এনবিআর কর্মকর্তারা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১৯ বার দেখা হয়েছে

১০ জুলাই ২০২৫

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের পদত্যাগ ও এনবিআরের সংস্কার দাবিতে চলমান আন্দোলনে অংশ নেওয়া কর্মকর্তারা অবশেষে তাঁর কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন।

বুধবার (৯ জুলাই) আগারগাঁওয়ে রাজস্ব ভবনে চেয়ারম্যানের দফতরে দুই দফায় আয়কর ও কাস্টমস ক্যাডারের প্রায় ১০০ জন কর্মকর্তা তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। তারা আন্দোলনের জন্য দুঃখ প্রকাশ করেন এবং দেশের রাজস্ব ব্যবস্থায় সৃষ্ট বিঘ্নের জন্য দুঃখপ্রকাশ করেন। একই সঙ্গে ভবিষ্যতে সরকারের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালনের প্রতিশ্রুতিও দেন।

জানা গেছে, সকাল ৯টার দিকে আয়কর ক্যাডারের বিভিন্ন ব্যাচের প্রায় ৫০ জন কর্মকর্তা এবং পরে সোয়া ৯টার দিকে কাস্টমস ও ভ্যাট ক্যাডারের আরও ৫০ জন কর্মকর্তা দেখা করেন চেয়ারম্যানের সঙ্গে। আন্দোলনের কারণে দেশ ও অর্থনীতিতে যে ক্ষতি হয়েছে, তা স্বীকার করে তারা দুঃখ প্রকাশ করেন।

এর আগের দিন, মঙ্গলবারও প্রায় ২০০ জন আয়কর ক্যাডার কর্মকর্তা এনবিআর চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করে অনুরূপভাবে ক্ষমা চান।

এ বিষয়ে এক প্রতিক্রিয়ায় এনবিআর চেয়ারম্যান বলেন, “যারা আন্দোলন করেছেন, আমি তাদের ব্যক্তিগতভাবে ক্ষমা করে দিয়েছি। তবে যারা রাষ্ট্রবিরোধী কর্মে যুক্ত ছিলেন, তাদের ক্ষমা করবে কি না, তা রাষ্ট্র জানে।”

চেয়ারম্যান সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে রাজস্ব আদায়ে মনোযোগী হওয়ার আহ্বান জানান।

প্রসঙ্গত, দীর্ঘ প্রায় দুই মাসের আন্দোলনের পর গত ২৯ জুন ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’ কমপ্লিট শাটডাউন ও ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি প্রত্যাহার করে। পরদিন, ৩০ জুন এনবিআর চেয়ারম্যান নিজ দফতরে ফিরে এসে সবাইকে অতীত ভুলে রাষ্ট্রীয় স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতে এনবিআরকে এমন সংকটে আর পড়তে হবে না।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT