স্বতন্ত্র ইউনানী-আয়ুর্বেদিক কাউন্সিল গঠনের দাবিতে টানা তৃতীয় দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজগুলোর শিক্ষার্থীরা। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।
বুধবার সকাল ১১টা থেকে শিক্ষার্থীরা রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের সেবা ভবন ঘেরাও করে অবস্থান নেন। এ সময় তারা ‘এক দফা এক দাবি—স্বতন্ত্র কাউন্সিল চাই’, ‘অবৈধ চিঠি বাতিল করো’, ‘ইউনানী-আয়ুর্বেদিক চিকিৎসক মানে গৌরব, দালাল সিন্ডিকেট মানে লজ্জা’সহ নানা স্লোগান দেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, টানা তিনদিন আন্দোলন চললেও সরকারের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি, যা তাদের চরম হতাশ করেছে। তারা জানান, আন্দোলনের পরিধি বাড়ছে এবং নতুন শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন।
মো. শহীদুজ্জামান সুমন নামের একজন শিক্ষার্থী বলেন, ‘আমরা তিনদিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছি, অথচ একজন সচিব বা মহাপরিচালক এসে কথা বলার প্রয়োজন মনে করেননি। আমাদের দাবি অবজ্ঞা করা হলে আন্দোলন আরও জোরদার হবে। এটি শুধু রেজিস্ট্রেশনের প্রশ্ন নয়, এটি আমাদের মর্যাদার প্রশ্ন।’
আরেক শিক্ষার্থী আনিকা তাবাসসুম বলেন, ‘আমরা ক্লাস, পরীক্ষা ও ভবিষ্যতের ঝুঁকি নিয়ে রাজপথে নেমেছি। রাজনীতি নয়, আমাদের পেশাগত অধিকার রক্ষার তাগিদেই এই অবস্থান কর্মসূচি। এই আন্দোলন শুধু ইউনানী-আয়ুর্বেদিক শিক্ষার্থীদের নয়, এটি বিকল্প চিকিৎসা ব্যবস্থার সম্মান ও অধিকার রক্ষার লড়াই।’