হাইকোর্টের নির্দেশে চাকরি ফিরে পেলেন দুদকের সেই কর্মকর্তা শরীফ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
রাষ্ট্রীয় শোক ও ডিএমপি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঢাকায় আতশবাজি-পটকা খালেদা জিয়ার মৃত্যুতে তারেক রহমানকে মোদীর শোকবার্তা, সম্পর্ক উন্নয়নের আশাবাদ নির্বাচন সামনে রেখে পেছালো বিশ্ব ইজতেমা জামায়াত ভোটের পর জাতীয় সরকারের প্রস্তাবে আগ্রহী, ভারতের কূটনীতিকের সঙ্গে ‘গোপন’ বৈঠক পাবলিক প্লেসে ধূমপানের শাস্তি কঠোর, জরিমানা সর্বোচ্চ ২ হাজার টাকা ঢাকায় খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে উচ্চ পর্যায়ের বৈশ্বিক প্রতিনিধি দল; ভারত, পাকিস্তান, নেপাল, ভুটানসহ বহু দেশ ইতিহাসের সর্ববৃহৎ জানাজায় বিদায় নিলেন খালেদা জিয়া, সংসদ ভবন এলাকায় জনসমুদ্র খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে মানিক মিয়া এভিনিউতে এক ব্যক্তির মৃত্যু খালেদা জিয়ার কফিন কাঁধে তুললেন ড. মিজানুর রহমান আজহারী তারেক রহমানকে সহমর্মিতা পাকিস্তানের স্পিকারের

হাইকোর্টের নির্দেশে চাকরি ফিরে পেলেন দুদকের সেই কর্মকর্তা শরীফ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১১৬ বার দেখা হয়েছে

দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে অপসারণ হওয়া উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে তাঁকে সব বেতন ও সুযোগ-সুবিধা পরিশোধের নির্দেশও দেওয়া হয়েছে।

বুধবার (৯ জুলাই) বিচারপতি রেজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

২০২৩ সালের ১৬ ফেব্রুয়ারি দুদকের চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করা হয়। ওই আদেশের ভিত্তি ছিল দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) বিধিমালা ২০০৮-এর ৫৪ (২) ধারা, যেখানে কারণ দর্শানোর নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করার ক্ষমতা রাখা হয়েছে।

তবে চাকরিচ্যুতি এবং সংশ্লিষ্ট ধারার বৈধতা চ্যালেঞ্জ করে শরীফ উদ্দিন হাইকোর্টে রিট দায়ের করেন।

উল্লেখ্য, চট্টগ্রাম দুদক কার্যালয়ে কর্মরত অবস্থায় মো. শরীফ উদ্দিন একাধিক গুরুত্বপূর্ণ দুর্নীতি মামলার তদন্তের দায়িত্বে ছিলেন। এতে তিনি প্রভাবশালী মহলের বিরাগভাজন হন বলে বিভিন্ন মহলে অভিযোগ ওঠে।

হাইকোর্টের রায়ে তাঁর পক্ষে রায় আসায় তাঁকে আবারও চাকরিতে ফিরিয়ে নিতে এবং চাকরিচ্যুতির সময় থেকে সকল বকেয়া বেতন-ভাতা ও সুবিধাদি দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT