শেরপুরের নালিতাবাড়ীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল গভীর রাতে উপজেলার সন্ন্যাসীভিটা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—উপজেলার দক্ষিণ সন্ন্যাসীভীটা গ্রামের সাইফুল ইসলাম (৩৭), রানীগাঁও গ্রামের রতন মিয়া (২৫) এবং একই গ্রামের সজীব মিয়া (২০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, সন্ন্যাসীভিটা এলাকায় মাদক কেনাবেচা চলছে। এমন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা বলেন, “গ্রেফতারকৃতদের আদালতের
সোপর্দের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। আর মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।”