ট্রাম্পের হিরোশিমা-নাগাসাকি তুলনা ঘিরে বিতর্কের ঝড় - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ব্লগার ফারাবির জামিন মঞ্জুর ট্রাম্পের হুঁশিয়ারি: ইউক্রেন যুদ্ধ না থামালে পুতিনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা যুদ্ধ বন্ধ না হলে সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য সাবেক আইজিপি মামুনের স্বীকারোক্তি: সেনানিবাসে কীভাবে আশ্রয় নিলেন ৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন দুই বাংলাদেশি সাঁতারু – সাগর ও হিমেল রাশিয়ার উপকূলে ৮.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতায় কাঁপছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশ যুক্তরাজ্যে বিমানে মুসলমান সেজে ‘জঙ্গী’ হবার চেষ্টা ভারতীয় বংশোদ্ভূত হিন্দুর! ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বর, ছয় কেন্দ্রে হবে ভোটগ্রহণ পর্তুগালের প্রেসিডেন্ট অভিবাসন আইন-২৫ অনুমোদন স্থগিত করে আদালতে পাঠালেন ফার্মগেটে বিআরটিসি দোতলা বাসের এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারে ধাক্কা

ট্রাম্পের হিরোশিমা-নাগাসাকি তুলনা ঘিরে বিতর্কের ঝড়

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৪০ বার দেখা হয়েছে

২৬ জুন ২০২৫

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এক মন্তব্য ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও বিতর্ক। তিনি দাবি করেছেন, ইরান-ইসরায়েল চলমান ১২ দিনের যুদ্ধ যুক্তরাষ্ট্রের স্ট্রাইকের কারণেই থেমেছে। এই স্ট্রাইককে তিনি তুলনা করেছেন ১৯৪৫ সালের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক হামলার সঙ্গে—যা বিশ্বজুড়ে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।

ডাচ শহর হেগে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, “ইরান এই যুদ্ধে ভয়ংকর অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে। আমি মনে করি না, তারা ভবিষ্যতে আর পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করবে। তারা এখন নিজেদের প্রতিরক্ষা, তেল ও ক্ষেপণাস্ত্র নিয়ে ব্যস্ত থাকবে। তারা সব কিছু হারিয়ে ফেলেছে।”

ট্রাম্প আরও বলেন, “আমি হিরোশিমা-নাগাসাকির উদাহরণ দিতে চাই না, কিন্তু যুদ্ধ থামানোর ক্ষেত্রে এটি অনেকটা তেমনই একটি ঘটনা। আমাদের স্ট্রাইক ব্যর্থ হলে যুদ্ধ থামত না।”

ইতিহাসের পাতায় হিরোশিমা-নাগাসাকি

দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ প্রান্তে, ১৯৪৫ সালের আগস্টে যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলা চালায়। এতে প্রাণ হারান দুই লাখেরও বেশি মানুষ, যাদের বেশিরভাগই ছিলেন সাধারণ নাগরিক। এই ঘটনার পর জাপান আত্মসমর্পণ করে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ত্বরান্বিত করে।

যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে মতভেদ

ট্রাম্পের এই বক্তব্য এমন সময় এল, যখন পেন্টাগনের তরফে জানানো হয়েছে—ইরানের পারমাণবিক কর্মসূচিতে যুক্তরাষ্ট্রের হামলার প্রভাব ছিল সীমিত। কিন্তু ট্রাম্প এই দাবিকে নাকচ করে নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ লেখেন, “ইরানের সব পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়ে গেছে। এটি ইতিহাসের অন্যতম সফল সামরিক অভিযান।”

তিনি আরও বলেন, “সিএনএন ও নিউইয়র্ক টাইমস একজোট হয়ে এই বিজয়কে ছোট করে দেখাতে চাইছে।”

সূত্র: হিন্দুস্তান টাইমস।

 

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT