রুয়েট ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে চুক্তি স্বাক্ষরিত - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
হাদি হত্যাকাণ্ড ঘিরে বাংলাদেশ নিয়ে অতিরঞ্জিত ও উসকানিমূলক খবর ছড়াচ্ছে ভারতীয় সংবাদমাধ্যম গোপনে ইসরায়েল থেকে ২.৩ বিলিয়ন ডলারের অস্ত্র কিনছে সংযুক্ত আরব আমিরাত সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে দুই বাংলাদেশি নিহত শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ জাতিসংঘের, দ্রুত ও স্বচ্ছ তদন্তের আহ্বান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ উত্তাল, ‘শহীদ ওসমান হাদি চত্বর’ ঘোষণার ডাক দেশে ফিরতে ট্রাভেল পাস পেলেন তারেক রহমান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা আরও স্থিতিশীল হাদীকে ‘জঙ্গী পোলা’ বলা ইবি শিক্ষককে সাত দিনের মধ্যে স্থায়ী বহিষ্কারের দাবি ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রতিবাদে কুবিতে বিক্ষোভ  কুবিতে ওসমান হাদির মৃত্যু সংবাদে বিক্ষোভ; চার শিক্ষককে অবাঞ্ছিত ঘোষণা শনিবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির জানাজা, নিরাপত্তায় কড়াকড়ি

রুয়েট ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

নাঈম ইসলাম (রুয়েট প্রতিনিধি)
  • আপডেট সময় বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৮২ বার দেখা হয়েছে

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে একটি মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং (এমওইউ) চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বুধবার (২৫ জুন) রুয়েট প্রশাসনিক ভবনের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চিকিৎসাসেবায় রুয়েট পরিবারকে সার্বিক সহযোগিতা এবং বিশেষ ছাড় প্রদানের লক্ষ্য ছিল এ আয়োজনের।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইবনে সিনা ট্রাস্টের বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড এজিএম হেড মোঃ আশরাফুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুয়েটের রেজিস্ট্রার আরিফ আহমেদ চৌধুরী।

চুক্তির আওতায় রুয়েটের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও তাদের অভিভাবক ও নিকট আত্মীয়রা রাজশাহীতে অবস্থিত ইবনে সিনা হাসপাতালের ব্রাঞ্চ থেকে স্বাস্থ্যসেবা গ্রহণের ক্ষেত্রে বিশেষ ছাড় পাবেন। রাজশাহী ইবনে সিনা ব্রাঞ্চে রুয়েট সংশ্লিষ্ট ব্যক্তিরা সব ধরণের প্যাথলজি টেস্টে ৪০%, রেডিওলজিক্যাল টেস্টে ৩০% এবং পিসিআর টেস্টে ৩৫% ছাড়ে চিকিৎসা সেবা নিতে পারবেন পারবেন।

উল্লেখ্য, সারাদেশে ব্যাপী ইবনে সিনার যেকোনো ব্রাঞ্চে রুয়েটের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা প্যাথলজি টেস্টে ৩৫%, রেডিওলজিক্যাল টেস্টে ৩০% এবং পিসিআর টেস্টে ৩৫% ছাড় পাবেন। সেবাগ্রহণে রুয়েট সংশ্লিষ্টতা প্রমাণের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে রুয়েটের আইডি কার্ড অথবা যেকোনো বৈধ নথি প্রদর্শন করতে হবে।

অনুষ্ঠান সাফল্যমন্ডিত করতে আরও উপস্থিত ছিলেন রুয়েটের সিএমও ডা. মোহাম্মদ মোকসেদ আলী, ইবনে সিনা হাসপাতাল, রাজশাহী ব্রাঞ্চের ইনচার্জ মোঃ সাইদুর রহমান এবং রাজশাহী ব্রাঞ্চের এসিস্ট্যান্ট ম্যানেজার ও বিজনেস ডেভেলপমেন্ট ইনচার্জ জি. এ. রায়হান।

এই চুক্তির ফলে রুয়েট পরিবার স্বাস্থ্যসেবায় একটি যুগান্তকারী সুযোগ পেল, যা শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক ও কর্মচারীদের সুস্থ জীবন নিশ্চিত করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT