ভারতে গো-রক্ষার নামে মুসলিম সন্দেহে লাঞ্ছিত ২ জন (ভিডিও) - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ULAB এর ওয়ার্কশপে BUPGAC এর গঠনমূলক অংশগ্রহণ আত্রাইয়ে জিপিএ-৫ প্রাপ্ত ১১৩ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ব্লগার ফারাবির জামিন মঞ্জুর ট্রাম্পের হুঁশিয়ারি: ইউক্রেন যুদ্ধ না থামালে পুতিনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা যুদ্ধ বন্ধ না হলে সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য সাবেক আইজিপি মামুনের স্বীকারোক্তি: সেনানিবাসে কীভাবে আশ্রয় নিলেন ৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন দুই বাংলাদেশি সাঁতারু – সাগর ও হিমেল রাশিয়ার উপকূলে ৮.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতায় কাঁপছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশ যুক্তরাজ্যে বিমানে মুসলমান সেজে ‘জঙ্গী’ হবার চেষ্টা ভারতীয় বংশোদ্ভূত হিন্দুর! ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বর, ছয় কেন্দ্রে হবে ভোটগ্রহণ

ভারতে গো-রক্ষার নামে মুসলিম সন্দেহে লাঞ্ছিত ২ জন (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৩৪ বার দেখা হয়েছে
দুই দলিত সম্প্রদায়ের হিন্দুকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে উগ্রবাদী হিন্দুরা, ছবি: ফেসবুক
দুই দলিত সম্প্রদায়ের হিন্দুকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে উগ্রবাদী হিন্দুরা, ছবি: ফেসবুক

ভারতের উড়িষ্যা রাজ্যে গঞ্জাম জেলার ধারাকোটে গো-পাচারের মিথ্যা অভিযোগে দুই দলিত যুবককে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে, যা সমগ্র বিবেককে নাড়া দিয়েছে। ৫৯ বছর বয়সী বাবুলা নায়ক এবং তার ৫৪ বছর বয়সী চাচাতো ভাই বুলু নায়ককে জনসমক্ষে মাথা ন্যাড়া করে, মারধর করে, এমনকি হাঁটু গেঁড়ে এক কিলোমিটারের বেশি পথ হামাগুড়ি দিতে এবং ঘাস ও নর্দমার পানি পান করতে বাধ্য করা হয়। এই পাশবিক ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়।

রবিবার ঘটে যাওয়া এই বর্বরোচিত ঘটনার পর ওড়িশা পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে মঙ্গলবার আটজনকে গ্রেপ্তার করেছে। যদিও মূল অভিযুক্ত রাজা সামাল এখনো পলাতক। গঞ্জাম জেলার পুলিশ সুপার শুভেন্দু পাত্র জানিয়েছেন, এই হামলার মূল উদ্দেশ্য গো-রক্ষা ছিল না, বরং তা ছিল চাঁদাবাজি। অভিযুক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিও দেখে দ্রুত অর্থ উপার্জনের লোভে এই কাণ্ড ঘটিয়েছে। তারা ৩০,০০০ টাকা দাবি করেছিল এবং সেই টাকা দিতে অস্বীকার করায় এই অমানবিক নির্যাতন চালানো হয়। ভুক্তভোগীদের মতে, গরুটি বাবুলা নায়কের মেয়ের বিয়ের জন্য একটি ঐতিহ্যবাহী উপহার হিসেবে আনা হচ্ছিল।

এই ঘটনা দলিত সম্প্রদায়ের প্রতি সমাজে বিদ্যমান বৈষম্য এবং তাদের নিরাপত্তাহীনতাকে নতুন করে সামনে এনেছে। উড়িষ্যা কংগ্রেসের সভাপতি ভক্ত চরণ দাস এই ঘটনার তদন্তের জন্য একটি পাঁচ সদস্যের কমিটি গঠন করেছেন এবং অভিযোগ করেছেন যে, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে উড়িষ্যায় দলিতরা ক্রমবর্ধমান হুমকির মুখে পড়ছেন এবং আইন-শৃঙ্খলার অবনতি হয়েছে। বিরোধী বিজু জনতা দল (বিজেডি)-ও এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেছে যে, রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ছে। গঞ্জাম জেলা দলিত মহাসংঘের সভাপতি সংগ্রাম নাহাকও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে চাঁদাবাজির উদ্দেশ্যে গো-রক্ষার নামে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এই ঘটনা সমাজে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তা এবং এমন বর্বরতার পুনরাবৃত্তি রোধে কঠোর আইনানুগ ব্যবস্থার গুরুত্বকে আবারও তুলে ধরেছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT