২৪ জুন ২০২৫
মঙ্গলবার বেইজিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী সান ওয়েইডংয়ের সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল জানান, চীন সরকারের পক্ষ থেকে বাংলাদেশের আসন্ন নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যভাবে আয়োজনের প্রত্যাশা জানানো হয়েছে। পাশাপাশি তারা নির্বাচনের পর গঠিত নতুন সরকারের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তুলতে আগ্রহ প্রকাশ করেছে।
বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে কৃষি, শিল্প, গার্মেন্টস, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন এবং বাণিজ্য বৈষম্য দূরীকরণে সহযোগিতা চাওয়া হয়। একইসঙ্গে আধুনিক প্রযুক্তির ব্যবহার, মানবসম্পদ উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিতে চীনের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান বিএনপি মহাসচিব।