পাওনা টাকা না পেয়ে শ্বশুরকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি আবেদন শুরু ২৯ অক্টোবর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মেডিক্যাল সেবার সময় রাত ৮টা পর্যন্ত বাড়ানো হলো রাবিতে নবীনবরণ: শিক্ষার্থীদের সম্ভাবনা বাস্তবায়নে যুক্তি ও শৃঙ্খলার আহ্বান উপাচার্যের জাবিতে প্রাণ রসায়ন বিভাগের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের নতুন কমিটি ঘোষণা বিদেশে নতুন আগত বাংলাদেশিদের প্রতি অমানবিক আচরণ বন্ধের আহ্বান জানিয়েছেন ফজলে এলাহী সাবেক সেনাকর্মকর্তার জবানিতে পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর প্রকৃত চিত্র কাতার–সৌদি মধ্যস্থতায় পাকিস্তানের সঙ্গে সংঘাত ‘আপাতত স্থগিত’ করল আফগানিস্তান পাকিস্তান আবারও আফগান সীমান্ত অতিক্রম করার চেষ্টা করলে আফগান বাহিনী জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত বালিয়াকান্দিতে টাইফয়েড প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন

পাওনা টাকা না পেয়ে শ্বশুরকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন

মোঃ জাহিদুর রহিম মোল্লা, রাজবাড়ী প্রতিনিধি
  • আপডেট সময় শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৮১ বার দেখা হয়েছে

রাজবাড়ীর পাংশায় পাওনা টাকা না পেয়ে শ্বশুরকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে জামাতার বিরুদ্ধে।
১৯ শে জুন বৃহস্পতিবার সকালে পাংশা উপজেলার যশাই ইউনিয়নের সমসপুর গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার সাইদুল প্রামানিক ওই এলাকারই বাসিন্দা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সাইদুল প্রামানিককে উদ্ধার করেছে এবং ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোঃ মিজান মন্ডল ও তার দুই ছেলে মোঃ দাউদ মন্ডল ও মোঃ নাজমুল মন্ডলকে আটক করেছে।

পাংশা থানা পুলিশ সূত্রে জানা যায়, জামাতা ও শ্বশুরের বাড়ি একই গ্রামে। জমি লিজ দেওয়ার কথা বলে জামাতা দাউদ মন্ডলের কাছ থেকে এক লক্ষ টাকা নিয়েছিলেন শ্বশুর সাইদুল প্রামানিক। পরে জমি দিতে না পারায় দাউদ মন্ডল তার শ্বশুর সাইদুল প্রামানিকের কাছে টাকা ফেরত চান। সাইদুল প্রামানিক প্রথমে এক মাসের সময় নিলেও ছয় বছরেও টাকা ফেরত দেননি। এ নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে বিচার সালিশ করেও কোনো সুরাহা হয়নি। আজ সকালে সাইদুল প্রামানিককে ধরে নিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখেন জামাতা দাউদ মন্ডল।

স্থানীয়রা জানান, এটি অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা। বিচার বহির্ভূত এমন কর্মকাণ্ড চলতে থাকলে সাধারণ মানুষ আইনের প্রতি আস্থা হারাবে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT