যুদ্ধ চলাকালীন হিজবুল্লাহর কড়া বার্তা যুক্তরাষ্ট্রকে - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ULAB এর ওয়ার্কশপে BUPGAC এর গঠনমূলক অংশগ্রহণ আত্রাইয়ে জিপিএ-৫ প্রাপ্ত ১১৩ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ব্লগার ফারাবির জামিন মঞ্জুর ট্রাম্পের হুঁশিয়ারি: ইউক্রেন যুদ্ধ না থামালে পুতিনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা যুদ্ধ বন্ধ না হলে সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য সাবেক আইজিপি মামুনের স্বীকারোক্তি: সেনানিবাসে কীভাবে আশ্রয় নিলেন ৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন দুই বাংলাদেশি সাঁতারু – সাগর ও হিমেল রাশিয়ার উপকূলে ৮.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতায় কাঁপছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশ যুক্তরাজ্যে বিমানে মুসলমান সেজে ‘জঙ্গী’ হবার চেষ্টা ভারতীয় বংশোদ্ভূত হিন্দুর! ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বর, ছয় কেন্দ্রে হবে ভোটগ্রহণ

যুদ্ধ চলাকালীন হিজবুল্লাহর কড়া বার্তা যুক্তরাষ্ট্রকে

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৯৭ বার দেখা হয়েছে

ইরাকভিত্তিক প্রতিরোধ বাহিনী কাটায়েব হিজবুল্লাহ যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে মধ্যপ্রাচ্যে সম্ভাব্য যুদ্ধে হস্তক্ষেপের পরিণতি সম্পর্কে। দলটির মুখপাত্র আবু আলি আল-আস্কারি এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্র এই সংঘাতে যুক্ত হলে এর চরম মূল্য দিতে হবে।

“আমরা আরও স্পষ্টভাবে পুনরায় ঘোষণা করছি, যদি যুক্তরাষ্ট্র এই যুদ্ধে প্রবেশ করে, তবে বিকৃতমস্তিষ্ক ট্রাম্প তার কল্পিত ট্রিলিয়ন ডলার হারাবে, যা সে এই অঞ্চল থেকে লুটে নেওয়ার স্বপ্ন দেখে। আমরা এর জন্য পুরোপুরি প্রস্তুত। অপারেশনাল পরিকল্পনা ইতোমধ্যেই প্রস্তুত করা হয়েছে।”

তিনি কোরআনের একটি আয়াত উল্লেখ করে বলেন:

“এটি এমন একটি প্রতিশ্রুতি যা কখনো মিথ্যা হবে না।” — [কোরআন, ১১:৬৫]

তিনি আরও বলেন:

“এই অঞ্চলজুড়ে আমেরিকান ঘাঁটিগুলি হাঁস শিকারের মাঠে পরিণত হবে। হরমুজ প্রণালী এবং বাব আল-মানদাব বন্ধ হয়ে যাবে, এবং লাল সাগরের তীরবর্তী তেলবন্দরগুলো কার্যক্রম বন্ধ করতে বাধ্য হবে। আকাশপথেও মার্কিন বিমানগুলো অপ্রত্যাশিত হামলার মুখোমুখি হবে।”

তিনি দ্বিতীয়বার কোরআনের একটি আয়াত উদ্ধৃত করেন:

“এইরূপ পুরস্কারের জন্যই তো কর্মীরা পরিশ্রম করে।” — [কোরআন, ৩৭:৬১]

বিবৃতির শেষে তিনি বলেন:

“আর শান্তি বর্ষিত হোক আল্লাহর ন্যায়পরায়ণ বান্দাদের ওপর।”

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT