এক লাখের বেশি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, অনলাইনে আবেদন শুরু ২২ জুন - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ULAB এর ওয়ার্কশপে BUPGAC এর গঠনমূলক অংশগ্রহণ আত্রাইয়ে জিপিএ-৫ প্রাপ্ত ১১৩ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ব্লগার ফারাবির জামিন মঞ্জুর ট্রাম্পের হুঁশিয়ারি: ইউক্রেন যুদ্ধ না থামালে পুতিনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা যুদ্ধ বন্ধ না হলে সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য সাবেক আইজিপি মামুনের স্বীকারোক্তি: সেনানিবাসে কীভাবে আশ্রয় নিলেন ৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন দুই বাংলাদেশি সাঁতারু – সাগর ও হিমেল রাশিয়ার উপকূলে ৮.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতায় কাঁপছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশ যুক্তরাজ্যে বিমানে মুসলমান সেজে ‘জঙ্গী’ হবার চেষ্টা ভারতীয় বংশোদ্ভূত হিন্দুর! ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বর, ছয় কেন্দ্রে হবে ভোটগ্রহণ

এক লাখের বেশি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, অনলাইনে আবেদন শুরু ২২ জুন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ২১০ বার দেখা হয়েছে
শিক্ষক নিয়োগ ২০২৫

দেশের এমপিওভুক্ত বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে ১ লাখ ৮২২ জন শিক্ষক নিয়োগের জন্য ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এই বিশাল নিয়োগের মাধ্যমে দেশের শিক্ষা খাতের শিক্ষক সংকট কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই ১ লাখ ৮২২টি শূন্যপদের মধ্যে স্কুল ও কলেজে নেওয়া হবে ৪৬ হাজার ২১১ জন, মাদ্রাসায় ৫৩ হাজার ৫০১ জন এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হবে ১ হাজার ১১০ জন শিক্ষক।

আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ২২ জুন দুপুর ১২টা থেকে। আবেদন করা যাবে ১৩ জুলাই পর্যন্ত। আবেদনকারীর বয়স ২০২৫ সালের ৪ জুন তারিখে সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে। আবেদন ফি ধার্য করা হয়েছে ১ হাজার টাকা।

নিয়োগ বিজ্ঞপ্তি টি পড়তে নিচের লিংকে ক্লিক করুন

6th Teacher Recruitment

অনলাইনে আবেদন ও ফি পরিশোধের নিয়ম টেলিটক বাংলাদেশ লিমিটেড এবং এনটিআরসিএ’র ওয়েবসাইটে বিস্তারিত দেওয়া রয়েছে।
এখানে ক্লিক করলে তা দেখতে পাবেন।

আবেদন ফরম ও পদভিত্তিক তালিকাও ২২ জুন নিম্নোক্ত ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এ সংক্রান্ত ভিডিও টিউটোরিয়ালও টেলিটক ওয়েবসাইটে পাওয়া যাবে।

www.ntrca.gov.bd

http://ngi.teletalk.com.bd/ntrca/app/

একজন প্রার্থী নিজের বিভিন্ন পর্যায়ের একাধিক নিবন্ধন সনদ থাকলেও একই পর্যায়ে একটি মাত্র সনদ ব্যবহার করে আবেদন করতে পারবেন। সর্বোচ্চ ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য পছন্দক্রম দিতে পারবেন। তবে এবারের নিয়োগে কোনো নারী কোটা থাকবে না।

আবেদনকারীর অবশ্যই সংশ্লিষ্ট বিষয়, পদ ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী বৈধ নিবন্ধন সনদ থাকতে হবে এবং এনটিআরসিএ প্রকাশিত সম্মিলিত মেধাতালিকায় নাম থাকতে হবে।

শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্তাবলি এনটিআরসিএ’র ওয়েবসাইটে ‘৬ষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি’ নামের সেবা বক্সে দেওয়া হয়েছে।

শিক্ষা খাতে এই নিয়োগকে দেশের তরুণদের জন্য বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে। যারা আগে নিবন্ধন সনদ পেয়েছেন, তাদের জন্য সরকারি সুযোগ-সুবিধাসম্পন্ন এমপিওভুক্ত প্রতিষ্ঠানে শিক্ষকতা করার পথ খুলে গেলো।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT