শনিবার (২৪ মে) সকাল সাড়ে ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে বিস্ময় প্রকাশ করেন।
ইলিয়াস লিখেছেন, “বিএনপি নেতা সালাউদ্দিন কোথা থেকে গুম হয়েছিলেন, কীভাবে ভারতে গেলেন, গুম নিয়ে তিনি এখন পর্যন্ত কোনো থানায় মামলা কিংবা আইনি পদক্ষেপ নেননি—এই বিষয়গুলো জানতে চাই।”
প্রসঙ্গত, ২০১৫ সালে বিএনপির যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালনকালে ১০ মার্চ রাজধানীর উত্তরা থেকে সালাউদ্দিন আহমেদকে তুলে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে একদল ব্যক্তি। এরপর দীর্ঘ সময় তার কোনো খোঁজ পাওয়া যায়নি। প্রায় দুই মাস পর জানা যায়, তিনি ভারতের শিলংয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
ঘটনার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সালাউদ্দিন আহমেদ কিংবা তার পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত গুমের বিষয়ে কোনো মামলা বা আইনি উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।