শিশু ধর্ষণের অভিযোগে ৭০ বছরের বৃদ্ধকে গণপিটুনি, পুলিশ হেফাজতে - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১২ কোটি ৯ লাখ টাকা তাসকিন–লিটনের ঝড়ে ডাচদের সহজে হারাল বাংলাদেশ, সিরিজে ১–০ নেতৃত্ব সাবেক ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ কেরালায় ক্যানারা ব্যাংকে গরুর মাংস নিষিদ্ধ, কর্মীদের ‘বিফ-ফেস্ট’ প্রতিবাদ ৪৮ ঘণ্টার আল্টিমেটাম: জাতীয় পার্টি নিষিদ্ধসহ তিন দফা দাবিতে গণঅধিকার পরিষদের হুঁশিয়ারি ভিপি নূরের ওপর হামলা সেনা নেতৃত্বে: পিনাকী যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা: ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের জাতিসংঘে যোগ দেওয়ার পথ বন্ধ নিখোঁজ দুই শিক্ষার্থীর সন্ধানের দাবিতে ইবিতে ছাত্রশিবিরের মানববন্ধন কিশোরগঞ্জ পাগলা মসজিদের দানবাক্সতে ৩২ বস্তা টাকা ও শেখ হাসিনাকে নিয়ে লেখা সহ নানান চিরকুট ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয় চার দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

শিশু ধর্ষণের অভিযোগে ৭০ বছরের বৃদ্ধকে গণপিটুনি, পুলিশ হেফাজতে

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৭০ বার দেখা হয়েছে
শিশু ধর্ষণের অভিযোগে ৭০ বছরের বৃদ্ধ,চট্টগ্রাম, গণপিটুনি, পুলিশ হেফাজত, ভাটিয়ারি, হাসানবাদ, সন্দ্বীপ পাড়া, মো. ইউসুফ, মৃত খোরশেদ আলম, ফৌজদারহাট পুলিশ ফাঁড়ি, মো. সোহেল রানা, জনগণের রোষানল, থানায় হস্তান্তর, সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আইনি পদক্ষেপ, স্থানীয় প্রতিক্রিয়া
সংগ্রহীত

চট্টগ্রামে শিশু ধর্ষণের অভিযোগে ৭০ বছরের বয়সী এক বৃদ্ধকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। সোমবার (১০ মার্চ) রাতে উপজেলার ভাটিয়ারি হাসানবাদ সন্দ্বীপ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মো. ইউসুফ নামের ওই ব্যক্তি একই এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘ইউসুফ লোকটা খুবই খারাপ। এলাকার ছোট শিশুরা তাকে অনেক ভয় পায়। এক শ টাকার লোভ দেখিয়ে ভুক্তভোগী শিশুটিকে তিনি নিজের বাসায় নিয়ে যান। সেখানেই ধর্ষণ করেন।

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. সোহেল রানা বলেন, জনগণের রোষানল থেকে আমরা ৭০ বছর বয়সী অভিযুক্ত বৃদ্ধকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছি।’

পুরো বিষয়টি খতিয়ে দেখার পাশাপাশি ভুক্তভোগী শিশুকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

চাঞ্চল্যকর এ ঘটনার পর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এলাকাবাসী দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন। পুলিশের এক কর্মকর্তা জানান, প্রাথমিক তদন্তে অভিযুক্তের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে। শিশুটির পরিবারও আইনগত ব্যবস্থা নিতে আগ্রহী।

এদিকে, ভুক্তভোগী শিশুর শারীরিক ও মানসিক অবস্থার উন্নতির জন্য চিকিৎসা ও কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। মানবাধিকার কর্মীরাও এ ঘটনায় নজরদারি করছেন এবং শিশুর নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।

  • সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  •  ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT