ওযু করার কথা বলায় লিখিতভাবে ক্ষমা চাইলেন বুলু - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
তারেক রহমান: জুলাই গণ অভ্যুত্থানের শহীদ-আহতদের জন্য নতুন বিভাগ হবে ২০২৬ হজের জন্য হজযাত্রীদের টিকাদান কার্যক্রম শুরু আলিফ হত্যা মামলা- চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন, বিচার শুরু বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল: উচ্চপর্যায় বৈঠকে অগ্রগতি ও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার ২১ জানুয়ারির মধ্যে সিদ্ধান্ত চাইছে আইসিসি, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভাগ্য অনিশ্চিত মাগুরার চিত্রা নদী থেকে উদ্ধার মুঘল আমলের তরবারি, প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তরের সিদ্ধান্ত দক্ষিণ স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: লাইনচ্যুতি ও সংঘর্ষে নিহত ২১, আহত শতাধিক দীর্ঘ ২৬ বছর পর কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে সাত ভারতীয় সেনা আহত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি: ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের প্রার্থী রুমিন ফারহানাকে তলব

ওযু করার কথা বলায় লিখিতভাবে ক্ষমা চাইলেন বুলু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯১ বার দেখা হয়েছে
অযু করার কথা বলায় বুলুর দুঃখ প্রকাশ, বরকত উল্লাহ বুলু,কুমিল্লা মহানগর বিএনপি, বিএনপি ভাইস চেয়ারম্যান, তারেক রহমান, ওযু, ধর্মীয় সমালোচনা, রাজনৈতিক ট্রল, সনাতন ধর্মাবলম্বী, ফেসবুক পোস্ট, সমালোচনা, দুঃখপ্রকাশ, বিএনপি মিডিয়া সেল, প্রেস বিজ্ঞপ্তি, নেতাকর্মীর প্রতিক্রিয়া, পিনাকী, ফেসবুক পেইজ, দলের নেতাকর্মী, শুভানুধ্যায়ী, অজান্তে বক্তব্য, বিএনপি, ক্ষমা চাওয়া
অযু করার কথা বলায় বুলুর দুঃখ প্রকাশ

সম্প্রতি কুমিল্লা মহানগর বিএনপি’র সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য দেয়ার সময় বি এন পি অন্যতম ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেন, ‘তারেক রহমানের নাম উচ্চারণ করতে হলে ওজু করবেন’।

এ বক্তব্য বলার জন্য ব্যাপক ট্রলের সম্মুখীন হতে হয়। রাজনৈতিক এবং ধর্মীয় – দুই দিক থেকেই ব্যাপক সমালোচনার মুখে পড়েন। দলে নেতা-কর্মীরাও এহেন বক্তব্য ভালো ভাবে গ্রহণ করেননি। সনাতন ধর্মাবলম্বী পিনাকী তার ফেসবুক পেইজে  “ওযুর নিয়ম কানুন সহ” জানতে চেয়ে্ একটি ব্যাঙ্গাত্মক পোস্ট দেন।

এ প্রেক্ষিতে আজ ২৬ ফেব্রুয়ারি বিএনপির – অফিসিয়াল প্যাডে বরকত উল্লাহ বুলু লিখিত ভাবে দুঃখপ্রকাশ করে বলেন, মনের অজান্তে কথাটি বলে ফেলেছেন।

বি এন পি মিডিয়া সেল ভেরিভায়েড পেইজ এ তার লিখিত বক্তব্যটি প্রকাশ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি তুলে ধরা হলোঃ 

গতকাল কুমিল্লা মহানগর বিএনপি’র সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে আমার বক্তব্যের একটি জায়গায় ‘তারেক রহমানের নাম উচ্চারণ করতে হলে ওজু করবেন’ এই কথাটি মনের অজান্তে বলে ফেলি। আমার বক্তব্যে এই বাক্যটি উচ্চারণ করা মোটেও শোভন হয়নি। আকস্মিকভাবে উচ্চারিত এ ধরণের বক্তব্যের জন্য দলের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের মনে আঘাত হেনেছে। আমার এই বক্তব্যের সাথে দলের নেতাকর্মীদের কোন সম্পর্ক নেই।
অজ্ঞানতাবশত: উল্লিখিত বক্তব্যের জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
(বরকত উল্লাহ বুলু)
ভাইস চেয়ারম্যান
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

অযু করার কথা বলায় বুলুর দুঃখ প্রকাশ

অযু করার কথা বলায় বুলুর দুঃখ প্রকাশ

  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT