নাবালিকা মেয়ের বিয়ে, কড়া পদক্ষেপ ইমারতে ইসলামিয়ার - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
কুবিতে ইউট্যাবের উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত স্কটল্যান্ডের অনারারি কনসাল জেনারেল হলেন ড. ওয়ালী তছর উদ্দিন এমবিই সড়ক সংস্কারের দাবিতে ইবি শিক্ষার্থীদের কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ ভোলা বরিশাল সেতুর দাবিতে ইবিতে মানববন্ধন মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণ নিয়ে উত্তেজনা আদর্শিক নেতৃত্বই জাতিকে এগিয়ে নেয়—আফগানিস্তানের উন্নয়ন তার প্রমাণ: মামুনুল হক নোয়াখালীতে তাহাজ্জুদের সময় ১২ বছরের মাদ্রাসাছাত্রের মৃত্যু শেষ হলো কুবির পঞ্চম ছায়া জাতিসংঘ সম্মেলন ভারত অনুমতি না দেওয়ায় বুড়িমারীতে ভুটানের ট্রানজিট পণ্য আটকে অরুণাচলে মসজিদে ঢুকে ইমামকে ‘ভারত মাতা কি জয়’ বলাতে চাপ

নাবালিকা মেয়ের বিয়ে, কড়া পদক্ষেপ ইমারতে ইসলামিয়ার

নিজস্ব প্রতিবেদক, আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১২৭ বার দেখা হয়েছে

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে মাত্র ৭ বছর বয়সী এক নাবালিকা কন্যাকে অর্থের বিনিময়ে ৪৫ বছর বয়সী এক ব্যক্তির সঙ্গে বিয়ে দেয়ার ঘটনায় কড়া পদক্ষেপ নিয়েছে ইমারতে ইসলামিয়ার “সৎকাজে আদেশ ও অসৎকাজে নিষেধ” বা ‘আমর বিল মারুফ নাহিয়ানিল মুনকার’  বিষয়ক মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের মুখপাত্র সাইফুল ইসলাম খাইবার হাফিযাহুল্লাহ এক বিবৃতিতে জানান, পিতা নিজের মেয়েকে এক প্রাপ্তবয়স্ক ব্যক্তির কাছে অর্থের বিনিময়ে বিবাহ দেন এবং বরপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়াও শুরু করেন।

ঘটনার প্রাথমিক খবর পেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হেলমান্দ প্রাদেশিক দপ্তর তাৎক্ষণিক তদন্ত শুরু করে এবং উভয় ব্যক্তিকে (পিতা ও বর) গ্রেফতার করে। পরবর্তীতে শরিয়াহ আদালতের কাছে হস্তান্তর করা হয় তাদের বিচারিক প্রক্রিয়ার জন্য।

খাইবার জানান, মন্ত্রণালয়ের হস্তক্ষেপে শেষ মুহূর্তে মেয়েটিকে হস্তান্তরের প্রক্রিয়া বন্ধ করা সম্ভব হয়। তিনি আরও জানান, “শিশুদের অধিকার ও নারীদের মর্যাদা রক্ষায় ইমারতে ইসলামিয়ার অবস্থান দৃঢ় ও অবিচল। এমন ঘটনা কোনোভাবেই মেনে নেয়া হবে না।”

এই ঘটনা সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেন, ন্যূনতম মানবিক মূল্যবোধের বিরুদ্ধে গিয়ে অর্থের বিনিময়ে এভাবে শিশুদের জীবন ধ্বংস করা অত্যন্ত ঘৃণ্য ও নিন্দনীয়।

ইতোমধ্যে সামাজিক সচেতন মহল সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, যাতে এ ধরনের অন্যায় ও অনৈতিক কাজের বিরুদ্ধে আরও কঠোর নজরদারি ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।

তথ্যসূত্র:

  1. Pajhwok Afghan News, ২৯ জুন ২০২৫
  2. মুখপাত্র সাইফুল ইসলাম খাইবারের সামাজিক মাধ্যম (X) পোস্ট

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT