নাবালিকা মেয়ের বিয়ে, কড়া পদক্ষেপ ইমারতে ইসলামিয়ার - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসী তাণ্ডব, র‍্যাবের ডিএডি নিহত তারেক রহমান: জুলাই গণ অভ্যুত্থানের শহীদ-আহতদের জন্য নতুন বিভাগ হবে ২০২৬ হজের জন্য হজযাত্রীদের টিকাদান কার্যক্রম শুরু আলিফ হত্যা মামলা- চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন, বিচার শুরু বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল: উচ্চপর্যায় বৈঠকে অগ্রগতি ও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার ২১ জানুয়ারির মধ্যে সিদ্ধান্ত চাইছে আইসিসি, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভাগ্য অনিশ্চিত মাগুরার চিত্রা নদী থেকে উদ্ধার মুঘল আমলের তরবারি, প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তরের সিদ্ধান্ত দক্ষিণ স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: লাইনচ্যুতি ও সংঘর্ষে নিহত ২১, আহত শতাধিক দীর্ঘ ২৬ বছর পর কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে সাত ভারতীয় সেনা আহত

নাবালিকা মেয়ের বিয়ে, কড়া পদক্ষেপ ইমারতে ইসলামিয়ার

নিজস্ব প্রতিবেদক, আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১৪৯ বার দেখা হয়েছে

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে মাত্র ৭ বছর বয়সী এক নাবালিকা কন্যাকে অর্থের বিনিময়ে ৪৫ বছর বয়সী এক ব্যক্তির সঙ্গে বিয়ে দেয়ার ঘটনায় কড়া পদক্ষেপ নিয়েছে ইমারতে ইসলামিয়ার “সৎকাজে আদেশ ও অসৎকাজে নিষেধ” বা ‘আমর বিল মারুফ নাহিয়ানিল মুনকার’  বিষয়ক মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের মুখপাত্র সাইফুল ইসলাম খাইবার হাফিযাহুল্লাহ এক বিবৃতিতে জানান, পিতা নিজের মেয়েকে এক প্রাপ্তবয়স্ক ব্যক্তির কাছে অর্থের বিনিময়ে বিবাহ দেন এবং বরপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়াও শুরু করেন।

ঘটনার প্রাথমিক খবর পেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হেলমান্দ প্রাদেশিক দপ্তর তাৎক্ষণিক তদন্ত শুরু করে এবং উভয় ব্যক্তিকে (পিতা ও বর) গ্রেফতার করে। পরবর্তীতে শরিয়াহ আদালতের কাছে হস্তান্তর করা হয় তাদের বিচারিক প্রক্রিয়ার জন্য।

খাইবার জানান, মন্ত্রণালয়ের হস্তক্ষেপে শেষ মুহূর্তে মেয়েটিকে হস্তান্তরের প্রক্রিয়া বন্ধ করা সম্ভব হয়। তিনি আরও জানান, “শিশুদের অধিকার ও নারীদের মর্যাদা রক্ষায় ইমারতে ইসলামিয়ার অবস্থান দৃঢ় ও অবিচল। এমন ঘটনা কোনোভাবেই মেনে নেয়া হবে না।”

এই ঘটনা সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেন, ন্যূনতম মানবিক মূল্যবোধের বিরুদ্ধে গিয়ে অর্থের বিনিময়ে এভাবে শিশুদের জীবন ধ্বংস করা অত্যন্ত ঘৃণ্য ও নিন্দনীয়।

ইতোমধ্যে সামাজিক সচেতন মহল সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, যাতে এ ধরনের অন্যায় ও অনৈতিক কাজের বিরুদ্ধে আরও কঠোর নজরদারি ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।

তথ্যসূত্র:

  1. Pajhwok Afghan News, ২৯ জুন ২০২৫
  2. মুখপাত্র সাইফুল ইসলাম খাইবারের সামাজিক মাধ্যম (X) পোস্ট

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT