ইরান থেকে ফিরলেন যুদ্ধকবলিত ২৮ বাংলাদেশি নাগরিক - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ

ইরান থেকে ফিরলেন যুদ্ধকবলিত ২৮ বাংলাদেশি নাগরিক

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১০ বার দেখা হয়েছে

০১ জুলাই ২০২৫

ইসরায়েল-ইরান যুদ্ধ চলাকালে ইরানে আটকে পড়া ২৮ বাংলাদেশি নাগরিক অবশেষে নিরাপদে দেশে ফিরেছেন। মঙ্গলবার (১ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

দেশে ফেরা বাংলাদেশিরা পাকিস্তান ও দুবাই হয়ে ফিরেছেন। তাদের মধ্যে রয়েছেন গুলশানের বাসিন্দা সালেক আহমেদ, যিনি দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে গত ৬ জুন ইরানের রাজধানী তেহরানে যান চিকিৎসা ও ভ্রমণের উদ্দেশ্যে। ফেরার কথা ছিল ১৩ জুন, কিন্তু ওই দিনই শুরু হয় ইসরায়েলের আকস্মিক বিমান হামলা। ফলে পরিবারের সঙ্গে তেহরানে আটকা পড়েন সালেক।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও তেহরানে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এবং সহযোগিতায় তারা পাকিস্তান ও দুবাই হয়ে দেশে ফেরার সুযোগ পান। সালেক আহমেদের সঙ্গে ফিরেছেন আরও ২৭ বাংলাদেশি, যারা বিভিন্ন প্রয়োজনে ইরানে অবস্থান করছিলেন।

দেশে ফিরে আসা এসব বাংলাদেশি যুদ্ধকালীন পরিস্থিতির ভয়াবহতা বর্ণনা করেছেন। স্বজনদের কাছে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকেই। তারা বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, গত ১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক, পারমাণবিক ও বেসামরিক স্থাপনাগুলোতে একযোগে ব্যাপক বিমান হামলা চালায়, যার জেরে শুরু হয় সামরিক উত্তেজনা। পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় উভয় দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়।

 

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT