সাকিব আল হাসান চ্যাম্পিয়নস ট্রফিতে খেলছেন না, কারণ তিনি এখন আর সম্পূর্ণ অলরাউন্ডার নন। নিজের মানদণ্ডেই সাকিব এখন অর্ধেক ক্রিকেটার। বোলিং অ্যাকশন নিয়ে সমস্যার কারণে তিনি বোলিং করতে পারছেন না, ফলে তিনি শুধুমাত্র একজন ব্যাটসম্যান। আর শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে নির্বাচকেরা তাকে দলে জায়গা দেননি।
আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন স্পষ্ট করে বলেছেন, সাকিবকে শুধু ব্যাটসম্যান হিসেবে দলে রাখা হয়নি। তবে তার অন্যান্য কথায় ইঙ্গিত পাওয়া যায় যে সাকিবের দলে না থাকার কারণ কেবল তার বোলিং সমস্যাই নয়।
আরও পড়ুনঃ
কানাডার সাফারি পার্কের সেই বিতর্কিত ছবি নিয়ে মুখ খুললেন সাকিব
শাইনপুকুর-গুলশান ম্যাচে দুর্নীতির অভিযোগ, তদন্তে নামছে বিসিবির দুর্নীতি দমন ইউনিট
গতকাল সাকিবের দ্বিতীয়বারের অ্যাকশন পরীক্ষায় ফেল করার খবর প্রকাশ পাওয়ার পরই চ্যাম্পিয়নস ট্রফির দলে তার না থাকা প্রায় নিশ্চিত হয়ে যায়। আজ দল ঘোষণার সময় প্রধান নির্বাচক জানান, ‘বোলিং অ্যাকশন পরীক্ষায় ব্যর্থ হওয়ায় সাকিব এখন কেবল ব্যাটসম্যান হিসেবে খেলতে পারবেন। আমরা তাকে ব্যাটসম্যান হিসেবে বিবেচনা করেছি, কিন্তু দলের কম্বিনেশনে শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে জায়গা দেওয়া সম্ভব হয়নি।’
প্রধান নির্বাচকের এই বক্তব্য থেকে স্পষ্ট হয় যে, বোলিং অ্যাকশন নিয়ে সমস্যা না থাকলে সাকিবকে অলরাউন্ডার হিসেবে দলে রাখা হতো। তবে যখন তিনি বোলিং করতে পারতেন, তখনও নির্বাচকেরা তাকে দলে রাখতে পারেননি। আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দেশের মাটিতে টেস্ট খেলতে পারেননি সাকিব, যদিও মিরপুরে খেলে টেস্টকে বিদায় জানানোর ইচ্ছা ছিল তার।
Leave a Reply