নোটিশ:

ভারতকে যুদ্ধের হুমকি পাকিস্তানের সেনাপ্রধানের

অনলাইন ডেস্ক।
  • আপডেট সময় শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৪ বার দেখা হয়েছে
ভারতকে যুদ্ধের হুমকি,ভারতকে যুদ্ধের হুমকি পাকিস্তানের সেনাপ্রধানের

পাকিস্তানের সেনাবাহিনী প্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির বলেছেন, ভারতের সামরিক শক্তি বা আধুনিক প্রযুক্তি দিয়ে পাকিস্তানকে ভয় দেখানো যাবে না। তিনি জানান, কাশ্মীরের জন্য পাকিস্তান ইতিমধ্যেই তিনটি যুদ্ধ করেছে, প্রয়োজনে আরও ১০টি যুদ্ধ করতে প্রস্তুত রয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) পাকিস্তানশাসিত আজাদ কাশ্মীরের মুজাফফরাবাদে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই বক্তব্য দেন।

পাকিস্তানের গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন-এর প্রতিবেদনে বলা হয়েছে, মুজাফফরাবাদের নাগরিকদের উদ্দেশে দেওয়া ভাষণে সেনাপ্রধান বলেন, ‘‘দেশের সাময়িক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও পাকিস্তান কাশ্মীরি জনগণের পাশে থাকবে এবং তাদের ন্যায়সংগত সংগ্রামে সমর্থন অব্যাহত রাখবে।’’

কাশ্মীরকে পাকিস্তানের ‘‘জুগুলার ভেইন’’ আখ্যা দিয়ে জেনারেল মুনির বলেন, ‘‘যদি এই শিরা কাটা যায়, তবে মৃত্যু অনিবার্য। কাশ্মীর আমাদের জীবন এবং একদিন এটি স্বাধীন হয়ে পাকিস্তানের অংশ হবে—এটাই কাশ্মীরি জনগণের ভাগ্য।’’

তিনি আরও বলেন, ‘‘ভারতের দমন-পীড়ন ও হিন্দুত্ববাদী উগ্রতা কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণ অধিকারের সংগ্রামকে আরও দৃঢ় করেছে। বিশ্বে ক্ষমতাবানদের কণ্ঠস্বরই শোনা হয়, আর পাকিস্তান একটি শক্তিশালী দেশ। যারা বলছে পাকিস্তান দেউলিয়া হয়ে যাবে, তারা ভুল বলছে। সাম্প্রতিক অর্থনৈতিক উন্নতি আইএমএফ ও বিশ্বব্যাংককেও বিস্মিত করেছে।’’

পাকিস্তানের বিপুল প্রাকৃতিক সম্পদের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘‘দেশটির ৪৮ বিলিয়ন ডলারের গ্যাস পাইপলাইন নেটওয়ার্ক এবং ৭ ট্রিলিয়ন ডলারের খনিজ সম্পদ রয়েছে। এত মূল্যবান সম্পদ থাকলে পাকিস্তান কখনো দেউলিয়া হতে পারে না।’’

এ ছাড়া, তিনি জনগণকে ওই অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানান এবং জানান, সরকার স্টারলিংকের সঙ্গে চুক্তি করেছে, যার ফলে শিগগির দ্রুতগতির ইন্টারনেট পরিষেবা চালু হবে।

  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT