জর্ডানের আকাশে ইরানি ড্রোন: ধ্বংস করল জর্ডান, বলল ‘নিজেদের রক্ষায় বাধ্য’ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলছেন আন্দ্রে রাসেল ইসির ওয়েবসাইটে আবারও ফিরল আওয়ামী লীগের ‘নৌকার’ প্রতীক ট্রাম্পের সিদ্ধান্তে পুড়ে ছাই হচ্ছে ২৭ হাজার শিশুর খাবার রাশিয়ার ড্রোন হামলায় কেঁপে উঠল ইউক্রেন, পাল্টা হামলা চালালো কিয়েভ যুক্তরাষ্ট্রের আলাস্কায় ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি গ্রেনেড হামলা: তারেক রহমানসহ আসামিদের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি শুরু বৃষ্টিতে ভেজা এবং হাঁচি-কাশি-জ্বর মাদ্রিদে মুসলিমদের জন্য ১৫,০০০ বর্গমিটার কবরস্থান অনুমোদন সত্য গোপনে এক ধাপ এগিয়ে ‘প্রথম আলো’ ও ‘ঢাকা ট্রিবিউন’ ৪৮তম বিশেষ বিসিএস (স্বাস্থ্য )পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা

জর্ডানের আকাশে ইরানি ড্রোন: ধ্বংস করল জর্ডান, বলল ‘নিজেদের রক্ষায় বাধ্য’

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৪৩ বার দেখা হয়েছে

সম্প্রতি ইরান থেকে ছোড়া ড্রোন ইসরায়েলের দিকে যাত্রা করার সময় সিরিয়া অতিক্রম করে জর্ডানের আকাশে প্রবেশ করলে, জর্ডান তা হেলিকপ্টার ও যুদ্ধবিমান দিয়ে ধ্বংস করে দেয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম স্কাই নিউজ  ও রয়টার্স জানিয়েছে, জর্ডান সরকার স্পষ্ট করেছে— তাদের আকাশসীমা ব্যবহার করে ছোড়া কোনো যুদ্ধযন্ত্র যেন ঘনবসতিপূর্ণ এলাকায় আঘাত হানতে না পারে, সে কারণেই এই ড্রোনগুলো ধ্বংস করা হয়েছে।

জর্ডানের সামরিক বাহিনী জানায়, ইরান থেকে উৎক্ষেপণ করা বেশ কয়েকটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র জর্ডানের আকাশপথে প্রবেশ করেছিল। সেগুলোর লক্ষ্য ইসরায়েল হলেও জর্ডানের জনগণের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় তা সঙ্গে সঙ্গে গুলি করে ভূপাতিত করা হয়। দেশটির প্রতিরক্ষা বাহিনী এও জানায়, এসব ড্রোন জর্ডানের দক্ষিণাঞ্চলীয় এলাকায়, বিশেষ করে ঘনবসতিপূর্ণ অঞ্চল ও বাণিজ্যিক এলাকা অতিক্রম করছিল—যা জর্ডানের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারত।

জর্ডান সরকার বারবারই বলছে, তারা ইসরায়েল-ইরান দ্বন্দ্বে কোনো পক্ষ নিচ্ছে না, তবে তাদের নিজস্ব ভূখণ্ড ও নাগরিকদের সুরক্ষায় কোনো ছাড় দেবে না। স্কাই নিউজকে দেওয়া এক বিবৃতিতে জর্ডানের একজন সামরিক মুখপাত্র বলেন:

“আমাদের একমাত্র লক্ষ্য ছিল যেন কোনো ধ্বংসাত্মক বস্তু আমাদের জনবহুল এলাকায় পতিত হয়ে প্রাণহানি বা ক্ষয়ক্ষতি না ঘটায়। তাই সময়মতো সেসব ড্রোন আমরা নষ্ট করে দিয়েছি।”

রয়টার্স সূত্র মতে, জর্ডান রাজধানী আম্মান এবং দক্ষিণাঞ্চলের আকাবা অঞ্চলে এই ড্রোনগুলো শনাক্ত করে প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং পাইলটবাহী হেলিকপ্টারের মাধ্যমে ড্রোনগুলো গুলি করে নামানো হয়।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT