- দৈনিক সাবাস বাংলাদেশ আকবর ও ঔরঙ্গজেব সম্পর্কে শিখি, কিন্তু আমাদের নায়কদের নয়
নোটিশ:
শিরোনামঃ
সাকিব ঝড়ে প্রথম জয়ের আনন্দ মায়ামি ব্লেজের ইউরোপীয় তিন দেশকে হুমকি-চাপের পুরনো কৌশল ত্যাগের আহ্বান ইরানের এসএসসিতে ১২৩০ নম্বর পেয়ে তাক লাগিয়েছে নাগেশ্বরীর তুশিন পর্যায়ক্রমে সেনা প্রত্যাহারে একমত হামাস–ইসরায়েল প্রবল প্রতিবাদের মুখেও শেষপর্যন্ত ঢাকায় চালু হলো জাতিসংঘ মানবাধিকার কমিশন অফিস চট্টগ্রাম সমিতি, ঢাকা আয়োজিত জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত ‘তুমি কে আমি কে, জঙ্গী জঙ্গী; কে বলেছে কে বলেছে, স্বৈরাচারের সঙ্গী’ স্লোগানে প্রকম্পিত বাইতুল মোকাররম জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নে প্রতীকী ম্যারাথনে যুব উপদেষ্টার অঙ্গীকার বার্সেলোনায় ‘সবার জন্য কাগজ চাই’ দাবিতে অনিয়মিত অভিবাসীদের বর্ণবাদবিরোধী প্রতিবাদ পিনাকীর আবেগঘন বার্তা – হাটহাজারীর ছাত্ররাই বিপ্লবের রক্ষক

“আমরা আকবর ও ঔরঙ্গজেব সম্পর্কে শিখি, কিন্তু আমাদের নায়কদের নয়”

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ১৭৬ বার দেখা হয়েছে
অভিনেতা অক্ষয় কুমার
পাঠ্যপুস্তকে ইতিহাস বদলের দাবি অক্ষয়ের, ছবি: সংগৃহীত

সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেতা অক্ষয় কুমার ইতিহাসের বইয়ে ভারতের সাহসী সৈনিকদের গল্প অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। তার নতুন ছবি স্কাই ফোর্স প্রচারের সময়, যেখানে তিনি একজন বিমানবাহিনীর পাইলটের চরিত্রে অভিনয় করেছেন, ৫৭ বছর বয়সী এই অভিনেতা উল্লেখ করেন যে, পাঠ্যবইগুলোতে আকবর ও ঔরঙ্গজেবের মতো ব্যক্তিত্বদের উপর বেশি জোর দেওয়া হয়, কিন্তু অজানা ভারতীয় নায়কদের গল্প উপেক্ষা করা হয়।

নিউজ১৮ শো’কে দেওয়া সাক্ষাৎকারে অক্ষয় তার অভিনয়ের মাধ্যমে উপেক্ষিত ঐতিহাসিক চরিত্রগুলোর প্রতি আলোকপাত করার ইচ্ছার কথা জানান। তিনি বলেন, “আমাদের ইতিহাসের বইগুলোতে অনেক কিছু অনুপস্থিত। আমি ইচ্ছাকৃতভাবে এমন চরিত্র বেছে নিই যা অজানা নায়কদের গল্প বলে। মানুষ তাদের সম্পর্কে কিছুই জানে না, কারণ কেউ গভীরে গিয়ে খোঁজ করে না।”

অক্ষয় জোর দিয়ে বলেন, “আমাদের ইতিহাসের বইগুলো সংশোধন করা প্রয়োজন। সেখানে আকবর ও ঔরঙ্গজেবের কথা রয়েছে, কিন্তু আমাদের নিজস্ব নায়কদের কথা নেই। এই সাহসী মানুষগুলোকে স্বীকৃতি দেওয়া উচিত।”

তিনি আরও বলেন, যাঁরা পরমবীর চক্র, ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান, পেয়েছেন, তাঁদের সাহসিকতার গল্প আগামী প্রজন্মের কাছে তুলে ধরা উচিত। তিনি বলেন, “সেনাবাহিনীর অসংখ্য অনুপ্রেরণামূলক গল্প রয়েছে, কিন্তু সেগুলো আমাদের বইগুলোতে নেই। এই নেতাদের গল্প এবং তাঁদের সাহসকে তুলে ধরা প্রয়োজন।”

স্কাই ফোর্স  ছবিতে অভিনেতা অক্ষয় কুমার উইং কমান্ডার কে ও আহুজার চরিত্রে অভিনয় করেছেন। এই চরিত্রটি উইং কমান্ডার ওম প্রকাশ তানেজা থেকে অনুপ্রাণিত, যিনি ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে লড়েছিলেন। তানেজাকে সেপ্টেম্বর ১৯৬৫-এ শত্রুর বিমান এবং রানওয়ে ধ্বংস করার সাহসিক মিশনের জন্য বীর চক্র প্রদান করা হয়।

অভিষেক অনিল কাপুর এবং সন্দীপ কেওলানির পরিচালনায় নির্মিত এই ছবিতে আরও অভিনয় করেছেন নবাগত বীর পাহারিয়া, নিমরাত কৌর এবং সারা আলি খান। স্কাই ফোর্স মুক্তি পাচ্ছে ২৪ জানুয়ারি।

  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT