নির্বাচন কমিশন (ইসি) আগামী জাতীয় সংসদ নির্বাচনে সীমিত পরিসরে প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটাধিকার প্রয়োগের সুযোগ চালু করতে চায় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন মিলনায়তনে প্রবাসীদের ভোটাধিকার বিষয়ে আয়োজিত এক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সিইসি জানান, প্রবাসীদের ভোটাধিকার কার্যকরে রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সব অংশীজনের সমর্থন প্রয়োজন। তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলোর সমর্থন না পেলে ইসির সব উদ্যোগ বিফলে যাবে। আমরা চাই অন্তত একটি সূচনা হোক। অনেক দেশ এটি চালু করেছে, কেউ পারেনি। আমরাও সীমিত পরিসরে শুরু করতে চাই। এই যাত্রায় আপনাদের সমর্থন চাই।’
সেমিনারে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন। সিইসি অংশগ্রহণকারীদের নিজ নিজ মতামত সেমিনারে তুলে ধরার পাশাপাশি পরবর্তীতে লিখিতভাবে জানানোর অনুরোধ জানান।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন এখন পোস্টাল, অনলাইন ও প্রক্সি ভোট—এই তিনটি বিকল্প পদ্ধতি নিয়ে কাজ করছে। তবে এখনও কোনো পদ্ধতি চূড়ান্ত করা হয়নি। প্রতিটি পদ্ধতির সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা চলছে। ইসি চাইছে, বিশিষ্ট নাগরিকদের মাধ্যমে এই বিষয়টি জাতিকে জানাতে।
আরও পড়ুন :
দেশীয় প্রযুক্তিতে রেল টার্ন টেবিল উদ্ভাবন করে আন্তর্জাতিক সম্মান পেলেন প্রকৌশলী তাসরুজ্জামান বাবু