
শহীদ পুলিশ স্মৃতি কলেজ, মিরপুর-১৪, ঢাকা-১২০৬, তাদের নিজস্ব অর্থায়নে পরিচালিত একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান, নিম্নলিখিত পদসমূহে যোগ্য প্রার্থীদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে:
১. সহকারী প্রভাষক:
- বিষয় ও পদসংখ্যা: গণিত (৪), পদার্থবিজ্ঞান (২), রসায়ন (২), উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন (১), সমাজকর্ম (১), পৌরনীতি (১), সমাজবিজ্ঞান (১)
- বেতন স্কেল: গ্রেড-১০ (১৬,০০০-৩৮,৬৪০ টাকা)
- শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণি/সমমানের স্নাতক (সম্মান) সহ স্নাতকোত্তর ডিগ্রি; অথবা দ্বিতীয় শ্রেণি/সমমানের ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি।
২. সহকারী একাডেমিক অফিসার:
- পদসংখ্যা: ১
- বেতন স্কেল: গ্রেড-১২ (১১,৩০০-২৭,৩০০ টাকা)
- শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণি/সমমানের স্নাতকোত্তর ডিগ্রি; অথবা ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি।
- অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২৫ শব্দ টাইপ করার সক্ষমতা থাকতে হবে।
৩. নিম্নমান সহকারী:
- পদসংখ্যা: ১
- বেতন স্কেল: গ্রেড-১৬ (৯,৩০০-২২,৪৯০ টাকা)
- শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/সমমান।
- অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে প্রতি মিনিটে বাংলায় ১৫ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ টাইপ করার সক্ষমতা থাকতে হবে।
অন্যান্য উল্লেখযোগ্য বিষয়:
- ২০ মার্চ ২০২৫ তারিখে প্রার্থীর বয়স ‘সহকারী প্রভাষক’ পদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩৫ বছর এবং ‘সহকারী একাডেমিক অফিসার’ ও ‘নিম্নমান সহকারী’ পদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
- জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী মূল বেতন ও কলেজের প্রচলিত ভাতাদি প্রদান করা হবে।
- আগ্রহী প্রার্থীগণকে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত ও মোবাইল নম্বরসহ আবেদনপত্র ‘হেড অব অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স’ বরাবরে সরাসরি অথবা ডাকযোগে আগামী ২০ মার্চ ২০২৫ তারিখের মধ্যে কলেজের কার্যালয়ে পৌঁছাতে হবে। অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
- আবেদনপত্রের সাথে সকল সনদপত্রের সত্যায়িত কপি, ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের কপি এবং ৫০০ টাকা মূল্যের পে-অর্ডার ‘শহীদ পুলিশ স্মৃতি কলেজ’ এর নামে সংযুক্ত করতে হবে।
- লিখিত পরীক্ষা আগামী ১৯ এপ্রিল ২০২৫ তারিখে সকাল ১১:০০ টায় কলেজ ভবনে অনুষ্ঠিত হবে। প্রার্থীদেরকে সকাল ১০:০০ টার মধ্যে উপস্থিত থাকতে হবে। লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র ইস্যু করা হবে না।
- কোন কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ এই নিয়োগ প্রক্রিয়া বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।
বিস্তারিত তথ্যের জন্য কলেজের ওয়েবসাইট (www.spsc.edu.bd) এর নিয়োগ বিজ্ঞপ্তি বিভাগ পরিদর্শন করতে পারেন।
বিঃদ্রঃ শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।

- দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
- দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd