
দীর্ঘ কর্মজীবনে নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের স্বীকৃতি
শেরপুর জেলা পুলিশের নালিতাবাড়ী সার্কেল অফিসে কর্মরত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. ছানোয়ার হোসেনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা ২টায় শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী কর্মকর্তাকে সংবর্ধনা জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। তিনি দীর্ঘ কর্মজীবনে দায়িত্বশীলতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করায় মো. ছানোয়ার হোসেনকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।
পুলিশ সুপার বলেন, “ছানোয়ার হোসেন একজন মেধাবী, চৌকস ও পেশাদার কর্মকর্তা হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। আমরা তাঁর অবসরোত্তর জীবনের সর্বাঙ্গীণ সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করি।”
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবর্ধনা শেষে বিদায়ী কর্মকর্তাকে জেলা পুলিশের পক্ষ থেকে স্মারক উপহার প্রদান করা হয়।