নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ সালাহউদ্দিন, যিনি সেখ জুয়েল নামেও পরিচিত, বর্তমানে বিধান মল্লিক নামে ভারতীয় পরিচয়পত্রে নিবন্ধিত হয়েছেন। ভারতীয় আধার কার্ড অনুযায়ী, তার নতুন পরিচয়ে বাবার নাম মুদিন্দ্রনাথ মল্লিক, যদিও প্রকৃতপক্ষে তার বাবা শেখ আবু নাছের। তিনি ভারতজুড়ে স্বাধীনভাবে চলাফেরা করছেন।
শেখ মুজিবুর রহমানের ভাতিজার এমন পদক্ষেপে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিস্মিত ও বিব্রত। জানা গেছে, শুধু তিনি নন, শেখ পরিবারের আরও বেশ কয়েকজন সদস্য ভারতীয় আধার কার্ড গ্রহণ করেছেন। বাংলাদেশ প্রতিদিনের কাছে সেখ জুয়েলের আধার কার্ডের একটি কপি পৌঁছেছে, যেখানে দেখা গেছে তার নতুন পরিচয়।
২০১৮ ও ২০২৪ সালে তিনি খুলনা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। যদিও নথিপত্রে তার নাম শেখ সালাহউদ্দিন, তবে তিনি সেখ জুয়েল নামেই বেশি পরিচিত। ২০২৪ সালের ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর তিনি ও শেখ পরিবারের অধিকাংশ সদস্য ভারতে আশ্রয় নেন। এর আগে সেনাবাহিনীর হেফাজতে থাকা শেখ পরিবারের অনেকে পরে নিরাপত্তা বেষ্টনী ভেঙে সীমান্ত পেরিয়ে ভারতে চলে যান।
একাধিক সূত্র জানায়, শেখ পরিবারের অনেক সদস্য বিশেষ প্রক্রিয়ায় ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেছেন এবং তাদের নাম ও পরিচয় পরিবর্তন করেছেন। আধার কার্ড ব্যবহার করে তারা ভারত ও বিশ্বের বিভিন্ন দেশে যাতায়াত করছেন। সেখ জুয়েল বর্তমানে কলকাতায় অবস্থান করছেন, যেখানে তার বড় ভাই শেখ হেলাল, শেখ সোহেল এবং ছোট ভাই শেখ রুবেলও রয়েছেন। তার আধার কার্ড অনুযায়ী জন্মতারিখ ১ জানুয়ারি ১৯৫৯, ঠিকানা উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।
অন্যদিকে, বাংলাদেশি জাতীয় পরিচয়পত্রে তার নাম শেখ সালাহউদ্দিন, জন্মতারিখ ১ জানুয়ারি ১৯৬৭, ঠিকানা খুলনার সোনাডাঙ্গা।